X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫৮

‘বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে’ বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও   রূপালী ব্যাংকের পরিচালক অধ্যাপক ড. মো. হাসিবুর রশিদ। তিনি বলেন,  প্রবাসীরা এখানে নির্বিঘ্নে বিনিয়োগ করতে পারেন।  বাংলাদেশের আর্থিক অবস্থা স্থিতিশীল রয়েছে। শুধু শহর ভিত্তিকই নয়, দেশের গ্রাম-গঞ্জেও বিনিয়োগের অবকাঠামো  গড়ে উঠেছে। মোট কথা বিনিয়োগের ক্ষেত্রে  বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। সম্প্রতি নিউইয়র্কে এনআরবি বিজনেস  নেটওয়ার্ক আয়োজিত ‘বাংলাদেশে বিনিয়োগে উজ্জ্বল সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ড. মো. হাসিবুর রশিদ বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখানের উন্নয়ন হচ্ছে। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শুধু রাজধানী ঢাকা নয়, গ্রাম পর্যায়ে এর বিকাশ ঘটাতে হবে। এজন্য সরকারের পাশাপাশি  দেশি-বিদেশি  ও  প্রবাসী বিনিয়োগকারীদের বিনিয়োগে এগিয়ে আসতে হবে।

নিউইয়কের জ্যাকসন হাইটস্থ একটি হোটেলে এনআরবি বিজনেস নেটওয়ার্ক-এর পরিচালক হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষক ড. মো. আকরাম হোসেন ও সোনালী এক্সচেঞ্জ ইনক-এর প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ আতাউর রহমান। বক্তব্য রাখেন সাপ্তাহিক ঠিকানা-এর প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, বাংলাদেশ সোসাইটি ইনক-এর সাবেক সভাপতি নার্গিস আহমেদ, সাপ্তাহিক আজকাল-এর প্রধান সম্পাদক ও জেবিবিএ নিউইয়র্ক-এর সভাপতি জাকারিয়া মাসুদ জিকো, ডা. আব্দুল লতিফ, মির্জা রফিকুল ইসলাম প্রমুখ।

সেমিনার পরিচালনা করেন এনআরবি বিজনেস নেটওয়ার্কের আরেক পরিচালক মোশাররফ হোসাইন।

সেমিনারে অধ্যাপক ড. হাসিবুর রশিদ বলেন, গত ৬-৭ বছরে দেশের যোগাযোগ ব্যবস্থাসহ সব ক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের আর্থিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ফলে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা দ্বিগুণ হয়েছে। দেশে মানুষ এখন ‘লং উইকেন্ড’-এর কথা ভাবছেন।

ড. আকরাম হোসেন বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যেকোনও দেশেই বিনিয়োগের জন্য প্রয়োজন শক্তিশালী অবকাঠামো আর সঠিক ‘পলিসি’। বাংলাদেশের ‘উন্নয়ন পলিসি’ ভালো কিন্তু ব্যবস্থাপনা খারাপ।

/এসআই/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
কেমন চলছে ১৪ দলীয় জোট?
কেমন চলছে ১৪ দলীয় জোট?
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম