X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ৬, সিএসইতে কমেছে ৯ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫২আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫২

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৩০ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৯ দশমিক ৯১ পয়েন্ট কমেছে।

ডিএসইতে এদিন লেনদেন গত কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে ১৮ কোটি ৭২ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন কমেছে ২ কোটি ৩২ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৩৪ কোটি ৩১ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৫৫২ কোটি ৯৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৮ কোটি ২১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ২৩ পয়েন্ট কমে ১ হাজার ১২২ পয়েন্টে এবং ৩ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১৮১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইয়াকিন পলিমার, বাংলাদেশ সাবমেরিন কেবল, বেক্সিমকো লিমিটেড, অলিম্পিক এক্সেসরিজ, সিঙ্গার বিডি, লংকা-বাংলা ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, আমান ফিড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং মবিল যমুনা।

মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩৩ কোটি ১৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ২ কোটি ৩২ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৯ দশমিক ৯১ পয়েন্ট কমে ৮ হাজার ৭৫৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৫ দশমিক ৩৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৩৮১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ২৮ পয়েন্ট কমে ১ হাজার ৬৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৫ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৬টির, কমেছে ১২৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইয়াকিন পলিমার, বাংলাদেশ সাবমেরিন কেবল, অলিম্পিক অ্যাক্সেসরিজ, বেক্সিমকো লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স, লংকা-বাংলা ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, অ্যাকমি ল্যাবরেটরিজ, লাফার্জ সুরমা সিমেন্ট এবং কেয়া কসমেটিকস।
/এসএনএইচ/

সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইসলামী ব্যাংক, পদসংখ্যা অনির্ধারিত
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইসলামী ব্যাংক, পদসংখ্যা অনির্ধারিত
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
বজ্রাঘাতে ঘরে আগুন, পুড়ে মারা গেলেন ঘুমন্ত মা-ছেলে
বজ্রাঘাতে ঘরে আগুন, পুড়ে মারা গেলেন ঘুমন্ত মা-ছেলে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি