X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সমন্বয় সভাকে না জানিয়ে পুঁজিবাজারে নিবন্ধিত কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৬, ২২:০২আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ২২:০২

বিএসইসি পুঁজিবাজারে নিবন্ধিত কোনও কোম্পানির বিরুদ্ধে যেকোনও ধরনের ব্যবস্থা নিতে হলে আগে সমন্বয় সভায় বিষয়টি উপস্থাপন করতে হবে। সোমবার বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স হলে অনুষ্ঠিত নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর সমন্বয় সভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
সম্প্রতি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের লাইসেন্স বাতিল করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এই ঘটনায় সোমবার বাংলাদেশ ব্যাংকের সমন্বয় সভায় প্রশ্ন তোলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে দোষারোপ শুরু হলে সমন্বয় সভায় একটি নতুন সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তটি হলো, এখন থেকে পুঁজিবাজারে নিবন্ধিত কোম্পানির বিরুদ্ধে যেকোনও ধরণের ব্যবস্থা নিতে হলে আগে সমন্বয় সভায় বিষয়টি উপস্থাপন করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবিরের সভাপতিত্বে সম্বনয় সভায় উপস্থিত ছিলেন বিএসইসি চেয়ারম্যান ড. মো. খায়রুল হোসেন ও আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদ, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি, সমবায় অধিদপ্তর এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্র কমিশনের (বিটিআরসি) প্রধানরা।

এদিকে মার্কেন্টাইল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড তাদের নামের সঙ্গে ‘ব্যাংক’ শব্দ যাতে ব্যবহার না করতে পারে; সেই সঙ্গে ব্যাংকিং কার্যক্রম বন্ধে নীতিগত শিক্ষা সিদ্ধান্ত হয়। প্রয়োজন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নিয়েছে সমন্বয় সভার সদস্যরা। সভায় ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান কর্তৃক দারিদ্র্য গ্রাহকদের বীমা সেবা প্রদানের বিষয়েও আলোচনা হয়।

সূত্র জানায়, পুঁজিবাজারে নিবন্ধিত কোম্পানি তিতাস গ্যাস লিমিটেডের মুনাফা সরকারি ফান্ডে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগে বিনিয়োগকারীরা মুনাফা পেলেও এখন পাচ্ছে সরকার। এতে তিতাসের শেয়ারমূল্য অর্ধেকের নিচে নেমে এসেছে। এ সিদ্ধান্ত গ্রহণ করার আগে বিএসইসির সঙ্গে কোনও আলোচনা করা হয়নি।

সভায় বলা হয়, তিতাস গ্যাসের বাজারে ছাড়া শেয়ারগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য পরিমান বিদেশিরা কিনেছেন। হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন বিদেশিদের হতাশ করেছে। অন্য বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সম্পর্কে বিদেশিরা নেতিবাচক ধারণা পোষন করতে পারে। এজন্য আগামী সভায় বিইআরসিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়।

/জিএম/এমও/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি