X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে গৃহসজ্জা শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৬, ২০:৪৭আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ২০:৪৭

প্রদর্শনী নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ইন্টেরিয়র এবং লাইটিং সংশ্লিষ্ট পণ্যের অত্যাধুনিক প্রযুক্তি আর উদ্ভাবন তুলে ধরতে বৃহষ্পতিবার (২৭ অক্টোবর) থেকে রাজধানীতে শুরু হচ্ছে গৃহসজ্জা শিল্পের প্রদর্শনী। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী এ আয়োজনে থাকছে দু’টি আন্তর্জাতিক প্রদর্শনী।

‘ইন্টেরিয়র-এক্সটেরিয়র ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৬’ এবং ‘বাংলাদেশ লাইটিং এক্সপো-২০১৬’ শীর্ষক প্রদর্শনী দু’টির আয়োজন করেছে যথাক্রমে পারটেক্স স্টার গ্রুপ এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড। যৌথভাবে প্রদর্শনী দু’টির ব্যবস্থাপনায় থাকছে ‘এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড’ এবং ‘এফ টাচ ইভেন্টস লিমিটেড’। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

রাজধানীর একটি হোটেলে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে প্রদর্শনী নিয়ে বিস্তারিত তুলে ধরেন পারটেক্স স্টার গ্রুপের চিফ অপারেটিং অফিসার মো. কামরুজ্জামান, ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. তারেক আজিজ, সাইফ পাওয়ার টেক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তরফদার মো. রুহুল আমিন, মেশিনারিজ বিভাগের চিফ অপারেটিং অফিসার একেএম মনিরুজ্জামান কোরেশী ও এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর টিপু সুলতান ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যতিক্রমী ও বৈচিত্র্যপূর্ণ পণ্যের আইডিয়া এবং উপযোগিতা নির্বাচনে আগ্রহীদের জন্য ইন্টারন্যাশনাল ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র এক্সপোতে উদ্ভাবনী ব্র্যান্ড ও পণ্য তুলে ধরা হবে। প্রদর্শন করা হবে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডের পণ্য-সামগ্রী এবং সর্বাধুনিক সংগ্রহ। দর্শনার্থীরা ইন্টেরিয়রের জন্য অত্যাধুনিক ডিজাইনের টাইলস, বৈচিত্র্যপূর্ণ আসবাবপত্র, আধুনিক ডেকোরেটিভ গ্লাস, ওয়াল ডেকোরেশন ইত্যাদি দেখার সুযোগ পাবেন।    

অন্যদিকে বাংলাদেশ লাইটিং এক্সপো অগ্রসরমান আলোকসজ্জা শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি এবং ব্যবহার সম্পর্কে গ্রাহকদের জানাতে সাহায্য করবে। বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নতুন আবিষ্কার, পণ্য-সামগ্রী এবং উপকরণ তুলে ধরবে এই প্রদর্শনীতে।

এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হ্যামকো ইলেকট্রিক অ্যান্ড ইলেট্রনিকস, হ্যাভেনস লাইট প্রাইভেট লিমিটেড, জেন এক্স, বিডি থাই কসমো লিমিটেড, গ্লোরিয়া,  আশিক সোলার  কর্পোরেশন,  পারটেক্স স্টার গ্রুপ,  সাইফ পাওয়ারটেক লিমিটেড, কুলটেক করপোরেশন,  ওয়ালটন গ্রুপ,  রিগ্যাল ফার্নিচার,  সারম্যানস কার্পেট লিমিটেড, নেচার  এ্যাকুয়াটিকস, আরটেক, সুইট গার্ডেন,  মারুতি ইন্টারন্যাশনাল, ফেমাস বেস ইন্টাররন্যাশনাল, পাশা লাইটিং, ওরিয়েন্টাল ইকো উডস লিমিটেড, অস্ট্রেলিয়া বাংলাদেশ সোলার পাওয়ার, লাইটিং ক্রিয়েশন, বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড (ট্রান্সটেক লাইটিং), লিও কিং ইন্টারন্যাশনাল,  ইএ গ্রুপ, সাইবার ভিজ্যুয়াল এবং হাওলাদার  ফার্নিচার  এ দুটি প্রদর্শনীতে অংশ নেওয়ার কথা।

ঘর সাজানোর নানা ধরনের পণ্য-সামগ্রী যেমন ভ্যাস, ভিনিল (পিভিসি) ফ্লোর, ডেকোরেটিভ ওয়াল টাইলস, প্লাইউড, ভিনার বোর্ড,  মেলামাইন বোর্ড, এমডিএফ অ্যান্ড এইচডিএফ বোর্ড, পিভিসি সিট, কপার বাসবার,  দরজা, আসবাবপত্র, উডেন ফ্লোর, পার্টিকেল বোর্ড, জলি কাটিং, প্ল্যান্টেড এ্যাক্যুরিয়াম, এ্যাক্যুরিয়াম,  ফাউনটেইনস, কিচেন  কেবিনেট অ্যান্ড কেবিনেট ডোরস, ডেকোরেটিভস গ্লাস, ওয়ালপেপার, এ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, ফলস সিলিং, ডেকোরেটিভ প্যানেলস, গ্লাস পেপার, স্টেয়ার রেলিং পোস্ট, এসএস পাইপ, রুফিং ইত্যাদি প্রদর্শন করা হবে।

লাইটিং এক্সপোতে এলইডি লাইট, সিএফএল লাইট, এলইডি প্যানেল রাইট, লাইটিং অ্যাকসেসরিজ, ডেকোরেটিভ সুইচ ও সকেট, রুম হিটার, গিজার ও ওয়াটার হিটার, ডেকোরেটিভ লাইটিং ও ঝারবাতি, এয়ার-কন্ডিশনার, কার্পেট, সোলার প্যানেল, সোলার চালিত লাইট, ইমার্জেন্সি লাইট, স্ট্রিট লাইট, লাইট শেড, ল্যান্ডস্ক্যাপ এবং বাগানের জন্য বিভিন্ন ধরনের লাইট প্রদর্শিত হবে।

/এসআই/এআরএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চলছে আলোকচিত্র প্রদর্শনী ‘অল দ্য ওয়েদারস’
চলছে আলোকচিত্র প্রদর্শনী ‘অল দ্য ওয়েদারস’
প্রিয় দশ
প্রিয় দশ
সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা
সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা
সালাউদ্দিনের সমালোচনা আর ঢাকার গরম নিয়ে বাংলাদেশ কোচ যা বললেন
সালাউদ্দিনের সমালোচনা আর ঢাকার গরম নিয়ে বাংলাদেশ কোচ যা বললেন
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ