X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বুধবারের মধ্যে রিটার্ন জমা না দিলে জরিমানা

গোলাম মওলা
২৭ নভেম্বর ২০১৬, ২১:২৩আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১০:২১

 

 

এনবিআর আগামী বুধবার (৩০ নভেম্বর) শেষ হচ্ছে ব্যক্তিশ্রেণির আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময়। কোনও কারণে যারা এই দিন রাত ৮ টার মধ্যে রিটার্ন জমা দিতে ব্যর্থ হবেন, তাদের নির্ধারিত করের ওপর মাসিক ২ শতাংশ হারে সুদ দিতে হবে। সুদ নির্ধারণ করা হবে সারাবছরে ওই করদাতা যে উৎসে কর ও অগ্রিম কর দিয়েছেন, তা বাদ দিয়ে আয়করের ওপর। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

এনবিআরের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ব্যক্তিশ্রেণির আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানো হবে না। এর ফলে আগামী বুধবারের পর কেউ আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিতে চাইলে তাকে নির্দিষ্ট হারে জরিমানা গুনতে হবে।’  তিনি বলেন, ‘নির্ধারিত সময়ে কোনও করদাতা বার্ষিক আয়কর বিবরণী জমা দিতে ব্যর্থ হলে ওই ব্যক্তির করের ওপর মাসিক ২ শতাংশ হারে বিলম্ব সুদ দিতে হবে।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘বিলম্ব সুদ পরিশোধ করে যৌক্তিক কারণ দেখিয়ে যেকোনও করদাতা ইচ্ছে করলে রিটার্ন জমা দেওয়ার সময় বাড়িয়ে নিতে পারবেন। এ ক্ষেত্রে যথাযথ আবেদন করা হলে সংশ্লিষ্ট উপ-কর কমিশনার তাকে দুই মাস পর্যন্ত সময় বাড়িয়ে দিতে পারেন।’

চলতি অর্থবছরে করদাতার সংখ্যা ১৮ লাখ ছাড়িয়ে যাওয়ার আশা করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যদিও গত অর্থবছরে মাত্র ১১ লাখ করদাতা কর দিয়েছিলেন। চলতি বছরে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি যুবক শ্রেণির করদাতা বেড়েছে।

বিশেষ করে যে সব সরকারি কর্মকর্তার মূল বেতন ১৬ হাজার টাকার বেশি, তাদের প্রত্যেকের রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। এর ফলে এই অর্থবছরে চাকরিজীবীদের মধ্যে রিটার্ন জমার সংখ্যা ৪ লাখ বাড়বে। এছাড়া যাদের বছরে আয় আড়াই লাখ টাকার বেশি, তাদের সবাইকে রিটার্ন জমা দিতে হবে। এমনকি প্রত্যেক গাড়ির মালিক ও অভিজাত ক্লাবের সদস্যদের বছরে আড়াই লাখ টাকার কম আয় হলেও তাদের রিটার্ন জমা দিতে হবে। এ ছাড়া পেশাজীবী চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, ঠিকাদার, জনপ্রতিনিধি ও আইনজীবীদের করযোগ্য আয় না থাকলেও রিটার্ন জমা দিতে হবে ।

এদিকে গত ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর আয়কর সপ্তাহ পালন করছে এনবিআর। আয়কর মেলার মতোই সুযোগ দিয়ে এই আয়কর সপ্তাহ পালিত হচ্ছে। প্রতিটি সার্কেল ও কর অঞ্চল কার্যালয়ে সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছে। করদাতাদের সুবিধার্থে প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮টা পর্যন্ত রিটার্ন জমা নেওয়া হচ্ছে।

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ