X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

রফতানি ভর্তুকিতে অনিয়ম ঠেকাতে কঠোর কেন্দ্রীয় ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৬, ০৬:৫৪আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ০৬:৫৪

বাংলাদেশ ব্যাংক রফতানির বিপরীতে নগদ সহায়তার ক্ষেত্রে যেকোনও ধরনের অনিয়ম কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যংক। বিশেষ করে আগর, আতর, কাগজ ও কাগজ জাতীয় পণ্য এবং গরু মহিষের নাড়ি-শিং রফতানির ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে। রবিবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা পৃথক তিনটি সার্কুলারে এসব জানানো হয়।
নির্দেশনাগুলোয় বৈদেশিক মুদ্রায় লেনদেন করা সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধানদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়, রফতানি সুবিধা নিতে গিয়ে যদি কোনও ব্যবসায়ী, অ্যসোসিয়েশন বা সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে কোনও অনিয়মের অভিযোগ উঠে, তবে তাদের শাস্তির আওতায় আনা হবে।
সার্কুলারে উল্লেখ করা হয়েছে, রফতানি বাণিজ্যকে উৎসাহিত করতে নিজস্ব কারখানায় উৎপাদিত আগর ও আতর রফতানিতে ভর্তুকি ২০ শতাংশ হারে প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি দেশে উৎপাদিত কাগজ ও কাগজ জাতীয় পণ্যের বিপরীতে ১০ শতাংশ হারে ভর্তুকি দেওয়া হবে। এই ভর্তুকি সুবিধা পাবে কেবলমাত্র উৎপাদনকারী রফতানিকারক। তবে উৎপাদনকারী উৎপাদনের কোনও পর্যায়ে ডিউটি ড্র-ব্যাক সুবিধা গ্রহণ করতে পারবে না।

এছাড়া, সম্পূর্ণ স্থানীয় উৎস হতে সংগ্রহ করা গরু-মহিষের নাড়ি-শিং ইত্যাদি অংশ নিজস্ব কারখানায় প্রকিয়াকরণের মাধ্যমে রফতানির ক্ষেত্রে ১০ শতাংশ হারে ভর্তুকি ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রেও উৎপাদনকারী-রফতানিকারক ভর্তুকি সুবিধা পাবেন।

সার্কুলারে আরও বলা হয়, বিধি বহির্ভূতভাবে ভর্তুকি পরিশোধ করা হলে পরিশোধকৃত অর্থ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রক্ষিত পরিশোধকারী ব্যাংকের হিসাব থেকে কেটে নেওয়া হবে। পাশাপাশি অনিয়মের সঙ্গে জড়িত ব্যাংক কর্মকর্তা অথবা কর্মচারিদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এর সঙ্গে যদি রফতানিকারক অ্যাসোসিয়েশনের কোনও কর্মকর্তা যুক্ত থাকে অথবা মিথ্যা তথ্য দিয়ে অনিয়মে সহযোগিতা করে, তাহলে রফতানিকারক অ্যাসোসিয়েশন কর্মকর্তার বিরুদ্ধেও উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

/জিএম/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট