X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ৭৯ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৫

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে লেনদেন কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৭৭৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৫৭ কোটি ৪ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের চেয়ে রবিবার লেনদেন কমেছে ৭৯ কোটি ৮ লাখ টাকা।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০ দশমিক ৭৩ পয়েন্ট কমেছে। তবে সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৮ দশমিক ০৭ পয়েন্ট কমেছে।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৭৩৩ কোটি ৪০ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮০৩ কোটি ৪৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৭০ কোটি ৫ লাখ টাকা।

এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০ দশমিক ৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮২২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৯ পয়েন্টে এবং ৪ দশমিক ৪০ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৮৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১৩৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৭টি কোম্পানির শেয়ার দর।

এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ন্যাশনাল টিউবস, লাফার্জ সুরমা সিমেন্ট, ইফাদ অটোমোবাইল, শাশা ডেনিমস, আরএসআরএম  স্টিল, অলিম্পিক অ্যাক্সেসরিজ, বেক্সিমকো লিমিটেড, কাশেম ড্রাইসেল এবং কনফিডেন্স সিমেন্ট।

সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪৪ কোটি ৫৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৯ কোটি ৩ লাখ টাকার বেশি।

এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৮ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৪ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৫৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩৮ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২৮৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ১০৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩২ কোম্পানির শেয়ার দর।

টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ফরচুনা সু, বেক্সিমকো লিমিটেড, অলিম্পিক অ্যাক্সেসরিজ, বিএসআরএম লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক, আরএসআরএম  স্টিল, ডোরিন পাওয়ার এবং জিপিএইচ ইস্পাত।

/এসএনএইচ/

সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে