X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশের তৈরি পোশাক সারা বিশ্বে সুনাম অর্জন করেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৭, ১৯:২৯আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ১৯:৩৪

ডিসিসিআই নেতৃবৃন্দের সঙ্গে ইন্ডিয়ান মুসলিম চেম্বারের প্রতিনিধি দল

বাংলাদেশের তৈরি পোশাক সারা বিশ্বে সুনাম অর্জন করেছে বলে মন্তব্য করেছেন ইন্ডিয়ান মুসলিম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র চেয়ারম্যান দাউদ খান। সোমবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও ইন্ডিয়ান মুসলিম চেম্বারের মধ্যে এক বাণিজ্য আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বাংলাদেশি উদ্যোক্তাদের ভারতে বিনিয়োগের আহ্বান জানিয়ে দাউদ খান বলেন, ‘সারা বিশ্বে প্রতি বছর প্রায় দেড় বিলিয়ন মার্কিন ডলার মূল্যের হালাল খাদ্যের বাণিজ্য হচ্ছে। সেখানে বাংলাদেশের উদ্যোক্তারা বিনিয়োগ করতে পারেন।’ তিনি জানান, ইন্ডিয়ান মুসলিম চেম্বার থেকে সারা বিশ্বে হালাল পণ্যের মান যাচাইয়ে স্বীকৃত সনদ দেওয়া হয়। এ বিষয়ে ডিসিসিআই-এর সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন তিনি।   

দুই চেম্বারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করে ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খান বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘ দিনের। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের ফলে দুই দেশের মধ্যে সংযোগ বৃদ্ধি পেলেও সামনের দিনগুলোতে তা আরও বৃদ্ধির সুযোগ রয়েছে।’ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। পাশাপাশি ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান জানান ডিসিসিআই সভাপতি। 

এফবিসিসিআই এর বৈঠকে আইএমসিসিআই প্রতিনিধিবৃন্দ দাউদ খানের নেতৃত্বে ইন্ডিয়ান মুসলিম চেম্বারের ৯ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় আরও অংশ নেন ডিসিসিআই সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি হোসেন এ সিকদার, পরিচালক ইঞ্জিনিয়ার আকবর হাকিম, পরিচালক ইমরান আহমেদ প্রমুখ।

এরপর ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করেন ইন্ডিয়ান মুসলিম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নেতারা।

সভায় এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেন, ‘বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের অনেক সুযোগ-সুবিধা দিচ্ছে। আর বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার  লক্ষ্যে এফবিসিসিআই এর প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।’

এফবিসিসিআই সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এফবিসিসিআই পরিচালক ও সাধারণ পরিষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

/জিএম/এএআর/আপ-এপিএইচ/
আরও পড়ুন: 

এক বিলিয়ন ডলার বাড়তি ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা