X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ডিএসইর প্রধান সূচক ২১, সিএসইতে বেড়েছে ৪৬ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৭, ১৫:৩৬আপডেট : ০৯ মার্চ ২০১৭, ১৫:৪০

ডিএসই ও সিএসই সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। তবে এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১ দশমিক ৬৩ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৪৬ দশমিক ৩৯ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ২৪৯ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৩৮৬ কোটি ৪৪ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ১৮৫ কোটি ৩৬ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল এক হাজার ৩০২ কোটি ১১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১১৬ কোটি ৭৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২১ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৭১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১২ পয়েন্টে এবং ৮ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৪৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ১২২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বিডি থাই, ফার কেমিক্যাল, বেক্স ফার্মা, সিটি ব্যাঙক, জিপিএইচ ইস্পাত, অগ্নি সিস্টেম, অ্যাপোলো ইস্পাত, সিএমসি কামাল এবং সেন্ট্রাল ফার্মা।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৬৪ কোটি ২৪ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৮৪ কোটি ৩৩ লাখ টাকা টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ২০ কোটি ৯ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪৬ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬৫৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮১ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৫৭০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৭ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৮৯ পয়েন্টে অবস্থান করছে।
দিন সিএসইতে লেনদেন হওয়া ২৫১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ৭৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্স ফার্মা, শিফার্ড ইন্ডাস্ট্রিজ, ফার কেমিক্যাল, অগ্নি সিস্টেম, লাফার্জ সুরমা সিমেন্ট, ইসলামী ব্যাংক, অ্যাপোলো ইস্পাত, ফারইস্ট ফাইন্যান্স এবং পিডিএল।
/এসএনএইচ/

সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ