X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ধনীদের ওপর কর বাড়ানোর প্রস্তাব শেখ সেলিমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৭, ১৯:৪৮আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৯:৪৮

শেখ সেলিম আগামী অর্থবছরের বাজেটে ধনীদের ওপর কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। একই সঙ্গে তিনি গরীবের কষ্ট কমাতে বাজেটে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ওপর যেন অতিরিক্ত কর না বাড়ে সে ব্যাপারে নজর দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার (১৬ মার্চ) গোপালগঞ্জের সুইমিংপুল ও জিমনেসিয়ামে এনবিআর আয়োজিত ‘২০১৭-১৮ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা ও রাজস্ব সংলাপে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ সেলিম বলেন, ‘দেশে বর্তমানে ২৮ লাখ মানুষ কর দেয়। যা মোট জনসংখ্যার মাত্র ২ শতাংশও না। বাংলাদেশের মানুষের মধ্যে কর না দেওয়ার প্রবণতা বেশি। অথচ বিদেশে চাকরিজীবী, ব্যবসায়ীসহ সক্ষম সবার মধ্যে কর দেওয়ার প্রবণতা রয়েছে।’
দেশের অনেক সামর্থ্যবান ব্যক্তি কর দেয় না উল্লে করে তিনি বলেন, ‘কর দেওয়া বোঝা নয়, আর্শীবাদ। দেশের সক্ষম ব্যবসায়ীদের মধ্যে অনেকেই ভ্যাট দেয় না। ভ্যাটের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে এ ধরনের ফাঁকি দেওয়া হয়। এ ফাঁকি বন্ধ করতে হবে।’ তবে ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করা হলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, বলেও মন্তব্য করেন তিনি।

রাজস্ব সংলাপে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার আগ পর্যন্ত দেশের রাজস্ব প্রবৃদ্ধি ছিল ৬০ শতাংশের বেশি। বর্তমান সরকারের অধীনে রাজস্ব প্রবৃদ্ধি প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে।’

প্রতি জেলায় রাজস্ব ভবন হবে জানিয়ে চেয়ারম্যান বলেন, ‘প্রতিটি জেলায় একটি করে রাজস্ব ভবন হবে। যেখানে আয়কর, ভ্যাট ও শুল্ক অফিস থাকবে। তাতে সব রাজস্ব সেবা একই ছাদের নিচে নিশ্চিত করা যাবে।’

/জিএম/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ