X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ফের ইমেইল হ্যাকড: তথ্য-প্রযুক্তি বিভাগের সহায়তা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

গোলাম মওলা
২০ মার্চ ২০১৭, ১৮:২৫আপডেট : ২০ মার্চ ২০১৭, ১৮:২৭

বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির তদন্ত প্রতিবেদন এখনও প্রকাশ হয়নি। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের ই-মেইল অ্যাকাউন্ট ফের হ্যাকড হয়েছে। শুধু তাই নয়, সোমবার বাংলাদেশ ব্যাংকে একটি ভুয়া অ্যাকাউন্ট থেকে ই-মেইল করা হয়েছে।  এ তথ্য জানিয়েছেন  বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা।

তিনি সোমবার বিকাল ৫টার দিকে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কিছুক্ষণ আগে আমরা একটা ভুয়া মেইল পেয়েছি। এই ভুয়া মেইল যাতে কেউ না খুলে সে ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের সব বিভাগের সব কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।’  তিনি উল্লেখ করেন, ‘এই মেইলটি যাতে কেউ কারও কাছে ফরোয়ার্ড না করে সে ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে।’  এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভুয়া মেইলের বিষয়ে কোনও তদন্ত করতে হবে কিনা তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত  নেওয়া হয়নি।’

এর আগে গত ১৪ মার্চ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের ই-মেইল অ্যাকাউন্ট হ্যাকড করেছিল হ্যাকাররা। ১৪ মার্চ রাত ৮টা থেকে শুরু করে ওই রাতের বিভিন্ন সময়ে ওই ই-মেইল আইডি থেকে দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এমনকি বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ই-মেইলেও ভুয়া বার্তা পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের  ই-মেইল অ্যাকাউন্ট হ্যাকড প্রসঙ্গে শুভঙ্কর সাহা বলেন, ‘ই-মেইল অ্যাকাউন্ট হ্যাকড হলেও বাংলাদেশ ব্যাংক বা অন্য কোনও ব্যাংকের অর্থ কেউ চুরি করতে পারেনি।’

এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির কেন্দ্রীয় ব্যাংকের আইটি বিভাগকে বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশনা দিয়েছেন। এছাড়া ই-মেইল হ্যাকড হওয়ার ঘটনা অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে অধিকতর তদন্তের স্বার্থে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে গত ১৫ মার্চ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব সুবীর কিশোর চৌধুরীকে একটি চিঠি পাঠিয়েছে কেন্দীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের আইটি অপারেশন অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্ট থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিবের কাছে লেখা চিঠিতে বলা হয়েছে,  ‘গত ১৪ মার্চ রাত ৮টা থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংকের একটি বিভাগের ই-মেইল আইডি ব্যবহার করে বাংলাদেশ ব্যাংক, দেশের বাণিজ্যিক ব্যাংক ও অন্যান্য বেশ কয়েকটি ঠিকানায় ই-মেইল পাঠানো হয়েছে। এই ই-মেইল ঠিকানাটি ব্যবহার করে যে মেইল পাঠানো হয়েছে, তা সম্পূর্ণ ভুয়া।’

আইটি অপারেশন অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের সিস্টেমস ম্যানেজার মুহাম্মদ ইসহাক মিয়া স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি বিশদভাবে পরীক্ষা করা প্রয়োজন।’

প্রসঙ্গত, গত বছরের ৪ ফেব্রুয়ারি হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে প্রায় এক বিলিয়ন ডলার হাতিয়ে নেয়।

/এপিএইচ/

আরও পড়ুন: 

ডিএসইতে ১০৮ কোটি, সিএসইর লেনদেন কমেছে প্রায় ১৬ কোটি টাকা

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী