X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

নতুন ভ্যাট আইন আরও ভালো হবে: সালমান এফ রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৭, ২১:৫৬আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ২২:০৬

 

সালমান এফ রহমান (ছবি: সংগৃহীত) নতুন ভ্যাট আইন পুরনো আইনের চেয়ে তুলনামূলকভাবে সব ব্যবসায়ীর জন্য ভালো হবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, ‘এ আইনে সবচেয়ে বেশি রিফান্ড পাওয়া যাবে। নতুন ভ্যাট আইন সবার জন্য আরও ভালো হবে।’ মঙ্গলবার বিকেলে প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) আয়োজিত ‘রাজস্ব সংলাপে’  তিনি এসব কথ বলেন।

নতুন আইনে ট্রানজেকশন যেন মসৃণ ও সুন্দরভাবে হয়, সেদিকে খেয়ার রাখতে এনবিআরকে অনুরোধ জানিয়ে সালমান এফ রহমান বলেন, ‘যেহেতু নতুন আইন, তাই ট্রানজেকশনে কিছু না কিছু সমস্যা হওয়া স্বাভাবিক। তাই এ ট্রানজেকশন যেন মসৃণ ও সুন্দরভাবে হয়, সেদিকে লক্ষ রাখতে হবে।’ তিনি আরও বলেন, ‘৩ থেকে ৪ মাস লাগবে ব্যবসায়ীদের আইনটি বুঝে উঠতে। এই ৩ থেকে ৪ মাস বেশি সমস্যা হবে। এই সময় সর্তকতা অবলম্বন করতে হবে।’

সালমান এফ রহমান  আরও বলেন,  ‘২০১৫ সাল থেকে এ আইন বাস্তবায়ন হওয়ার কথা ছিল। আমরা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অনুরোধ করার পর ২ বছর সময় বাড়িয়েছেন। আমরা সে সময় এনবিআরকে অনুরোধ করেছিলাম, এ দুই বছর যেন নতুন আইন সম্পর্কে আমাদের সচেতন করা হয়।’ তিনি বলেন, ‘আমরা তো ১৫ শতাংশ ভ্যাট ১৯৯২ সাল থেকে দিয়ে আসছি। ১৫ শতাংশ ভ্যাট তো নতুন নয়। নতুন হচ্ছে মাল্টিপল রেইট থেকে কমিয়ে একটা নেটে আনার চেষ্টা হচ্ছে।  এ আইনের মূল কথা হলো সবাইকে ট্যাক্সনেটের আওতায় আনা।’

এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে রাজস্ব সংলাপে বক্তব্য রাখেন এনবিআর সদস্য রেজাউল হাসান, মো. লুৎফর রহমান ও এলটিইউ কমিশনার মতিউর রহমান। রাজস্ব সংলাপ সঞ্চালনা ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এনবিআর সদস্য (মূসকনীতি) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন।

 জিএম/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার
আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার
ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় সদর দফতরে হামলার দাবি রাশিয়ার
ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় সদর দফতরে হামলার দাবি রাশিয়ার
তাপমাত্রার রেকর্ড ভাঙাগড়া চলছে খুলনায়
তাপমাত্রার রেকর্ড ভাঙাগড়া চলছে খুলনায়
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা