X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

‘আশ্রয়ণ-২’ প্রকল্পের ব্যয় বেড়েছে ১২০ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৭, ২২:৫৭আপডেট : ০২ মে ২০১৭, ২২:৫৭

‘ভূমিহীন ও দুর্দশাগ্রস্থ’ মানুষের আবাসন সুবিধা ও কর্মসংস্থানের জন্য নেওয়া আশ্রয়ণ-২ প্রকল্পের ব্যয় ১২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেকে) বৈঠকে ‘আশ্রয়ণ-২’ শীর্ষক প্রকল্পটি সংশোধন করে অনুমোদন দেওয়া হয়।

আশ্রায়ণ-২ প্রকল্প জানা গেছে, এ প্রকল্পের সময়ও আরও দুই বছর বাড়ানো হবে। চলতি ২০১৭ সালের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হবে। সংশোধনীর মাধ্যমে প্রকল্পের ব্যয় বাড়ানো হয়েছে ৩ হাজার ৬৭১ কোটি টাকা।

একনেক সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মন্ত্রী জানান, ৪ হাজার ৮৪০ কোটি টাকা ব্যয়ে ‘আশ্রয়ণ-২’ প্রকল্প সংশোধন অনুমোদন দেওয়া হয়। এ অর্থ দিয়ে ১ লাখ ৭০ হাজার পরিবারকে নিজ জমিতে গৃহনির্মাণ করে দেওয়া হবে এবং ৪০ হাজার ভূমিহীন পরিবারকে ব্যারাকে পুনর্বাসন করা হবে।

একনেক বৈঠকে প্রধানমন্ত্রীসহ অন্যরা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভূমিহীনদের পুনর্বাসনের জন্য নেওয়া আশ্রয়ণ-২ প্রকল্পের প্রাক্কলিত অনুমোদিত ব্যয় ছিল এক হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকা, যা ২০১০ সালে শুরু হয়ে ২০১৪ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। কাজের পরিধি বাড়ানোর ফলে ব্যয় বেড়ে দাঁড়ায় দুই হাজার ২০৪ কোটি ১৯ লাখ টাকা। চলতি ২০১৭ সালের জুনে প্রকল্পের কাজ শেষ করার কথা। কিন্তু ২০১৬ পর্যন্ত এই প্রকল্পের ৯৯৬ কোটি ৩৬ লাখ টাকা ব্যয় হয়েছে। ৩৭ হাজার ৫৯০টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ২০১৭-১৮ অর্থবছরে ৫০ হাজার পরিবারকে নিজ জমিতে ঘর করে দেওয়া হবে। ২০ হাজার পরিবারকে ব্যারাকে পুনর্বাসন করা হবে। ২০১৮-১৯ অর্থবছরে এক লাখ ১০ হাজার গৃহহীনকে ঘর দেওয়া হবে। আর ২০ হাজার পরিবারকে ব্যারাকে পুনর্বাসন করা হবে। ফলে আগামী অর্থবছর এ খাতে পর্যাপ্ত পরিমাণে টাকার প্রয়োজন হবে।

সংশোধিত প্রকল্প প্রস্তাবনায় বর্তমান সরকার ঘোষিত সবার জন্য বাসস্থান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী আগামী ২ বছর ৮ মাসের মধ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দুই লাখ ৫০ হাজার পরিবারকে পুনর্বাসন করা হবে।

/এসআই/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নওগাঁর প্রত্যন্ত অঞ্চল সফর করলেন নাহিদ-সারজিসসহ এনসিপির নেতারা
নওগাঁর প্রত্যন্ত অঞ্চল সফর করলেন নাহিদ-সারজিসসহ এনসিপির নেতারা
কারবালার স্মরণে শোকের তাজিয়া মিছিল
কারবালার স্মরণে শোকের তাজিয়া মিছিল
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার একদিন পর নারীর মরদেহ উদ্ধার
স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার একদিন পর নারীর মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই