X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রূপালী ব্যাংকের ৩ সিবিএ নেতা চাকরিচ্যুত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৭, ০০:৫১আপডেট : ২০ জুলাই ২০১৭, ০২:০৫

রূপালী ব্যাংক ব্যাংক কর্মকর্তাদের মারধর করায় রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের তিন সিবিএ নেতাকে চাকরিচ্যুত করেছে ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এছাড়া, আরও পাঁচ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার (১৯ জুলাই) ব্যাংক কর্তৃপক্ষ এই আট জনের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নিয়ে চিঠি দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
চাকরিচ্যুত তিন সিবিএ নেতা হলেন— সভাপতি খন্দকার মোস্তাক আহমেদ, সেক্রেটারি মো. কাবিল হোসেন কাজী ও কেয়ারটেকার মো. আরমান মোল্লা। এর বাইরে আরও পাঁচ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে ড্রাইভার মো. আবুল কালাম আজাদকে। আর ঢাকার বাইরে বদলি করা হয়েছে কেয়ারটেকার মো. আনোয়ার হোসেন, ছাব্বির আহমেদ ভুঁইয়া ও মনিরুল ইসলাম এবং অ্যাসিস্ট্যান্ট অফিসার (গ্রেড-১) মো. আহসান হাবিবকে।
জানা গেছে, ব্যাংকটির স্থানীয় কার্যালয়ের কর্মকর্তাদের মারধর করার ঘটনায় এর আগে ব্যাংকটির সহকারী মহাব্যবস্থাপক তাজউদ্দিন মাহমুদ, জামাল আবু নাসের ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার এস এম ছালেহুর রহমানের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনার পূর্ণ তদন্ত করে তারা প্রতিবেদন জমা দেন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ডিসিপ্লিনারি কেসেজ অ্যাকশন কমিটি (ডিসিএসি) জড়িত কর্মচারীদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করে। এরই পরিপ্রেক্ষিতে ব্যাংকের এমডি গত ১১ জুলাই এই সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর রূপালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. নূরুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক মো. শওকত আলী খান, সহকারী মহাব্যবস্থাপক মো. সাখাওয়াত হোসেন ও প্রিন্সিপাল অফিসার মো. জসিম উদ্দিন সরকারের সঙ্গে গুরুতর অসদাচরণ ও অশালীন আচরণ করেন সিবিএ নেতারা। এমনকি ওই কর্মকর্তারা শারীরিকভাবে লাঞ্ছিতও হন। ওই ঘটনার জের ধরেই সিবিএ নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলো রূপালি ব্যাংক।
২০০৩ সালে বাংলাদেশ ব্যাংকের সিবিএ’র শাস্তির পর রাষ্ট্রায়ত্ত কোনও প্রতিষ্ঠানে সিবিএ নেতাদের শাস্তির ঘটনা এই প্রথম। ওই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে ব্যাংকের ১০ সিবিএ নেতাকে বরখাস্ত করেছিলেন তৎকালীন গভর্নর ড. ফখরুদ্দিন আহমেদ।

আরও পড়ুন-

রেমিটেন্স আনতে ভর্তুকি পাবে ব্যাংক

আরও ৫০ হাজার মে.টন নন-বাসমতি চাল কিনছে সরকার

/জিএম/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত