X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ২৪, সিএসইতে কমেছে ৪৮ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩৮

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক কমে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম।  এদিন ডিএসইর প্রধান সূচক ২৪ দশমিক ৯৪ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৪৮ দশমিক ৮১ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৮৪০ কোটি ৭৫ লাখ  টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৭৫৫ কোটি ৭৫ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৭৭৫ কোটি ৫৩ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৭১৫ কোটি ৫৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬০ কোটি ১২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ১৮ পয়েন্ট কমে এক হাজার ৩৫০ পয়েন্টে এবং ৪ দশমিক ৬৮ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৭৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ২৩১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- শাহজালাল ইসলাম ব্যাংক, যমুনা ব্যাংক, উত্তরা ব্যাংক, এক্সিম ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইফাদ অটোমোবাইল, গ্রামীণ ফোন, আইএফআইসি ব্যাংক এবং আল-আরাফা ইসলামী ব্যাংক।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৬৫ কোটি ৪১ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ২৪ কোটি ৮৮ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪৮ দশমিক ৮১ পয়েন্ট কমে ১১ হাজার ৩৯৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭৯ দশমিক ২৪ পয়েন্ট কমে ১৮ হাজার ৮৫৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১৬ হাজার ৪১৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ১৭২টির এবং কোনও পরিবর্তন হয়নি ২২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি, শাহজালাল ইসলামী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, যমুনা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, বিবিএস ক্যাবল এবং এক্সিম ব্যাংক। 
আরও পড়ুন: 

পর্যটন স্পটগুলোর গল্প বলবেন কারা? 
মৃত ভেবে শিশুটিকে ফেলে গিয়েছিল মগরা




আজ বিশ্ব পর্যটন দিবস




/এসএনএইচ/
সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
বাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও উইন্ডিজ
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও উইন্ডিজ
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে  জিজ্ঞাসাবাদ
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে জিজ্ঞাসাবাদ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি