X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ উৎকৃষ্ট: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৭, ১৩:৫৯আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ১৪:০৮

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ফাইল ফটো) বিদেশি বিনিয়োগের (এফডিআর) জন্য বাংলাদেশ এখন উৎকৃষ্ট জায়গা বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘বাংলাদেশ বিনিয়োগের জন্য উৎকৃষ্ট জায়গা। ২০১৫ সালের পর থেকে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে। যা বিনিয়োগের জন্য সহায়ক।’

মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সৌদি আরবের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সভায় শুরুতে প্রেজেনটেনশনের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ও বিভিন্ন খাত সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করা হয়। দেশটির ইন্টারন্যাশনাল মার্কেটিং ইনভেস্টমেন্ট কোম্পানি গ্রুপ, এলপিডি’র এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মুসাহেব আবদুল্লাহ আল কাতানির নেতৃত্বে ১৭ সদস্যের একটি সৌদি ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছেন।
সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৌদি আরবের ব্যবসায়ীরা বাংলাদেশের বিদ্যুৎ ও সারসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। এ বিষয়ে বুধবার বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে সমঝোতা স্মারক সই করবেন।
সভা শেষে অর্থমন্ত্রী বলেন,  ‘চলতি বছর আমাদের দেশে বিদেশি বিনিয়োগ বেড়েছে। গত বছর বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ১ দশমিক ১ বিলিয়ন ডলার, যা বেড়ে চলতি বছর ২ দশমিক ২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সৌদি আরবসহ অনেক দেশ বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। তারা বিনিয়োগ করতে চাইলে তাদের স্বাগত জানাই। সেক্ষেত্রে তাদের কোনও সমস্যা হবে না।’
তিনি আরও বলেন, ‘যদি সৌদি আরব বিনিয়োগ করতে চায়, তাহলে এ মুহূর্তে আমরা শিল্পে বিদ্যুৎ সংযোগ দিতে পারবো। তবে গ্যাস পেতে হলে আগামী বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ তখন আমাদের এলএনজি আমদানি শুরু হবে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি উদীয়মান রাষ্ট্র। বাংলাদেশের অর্থনীতি ও রাজনৈতিক পরিবেশ খুবই ভালো, যা বিনিয়োগবান্ধব। এ কারণেই শুধু সৌদি আরব নয়, বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। সৌদি আরবের ব্যবসায়ীরা জানিয়েছেন, বাংলাদেশে অনেক পণ্য রফতানিযোগ্য। তবে প্রচার নেই। পণ্য রফতানির জন্য প্রচার প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘আগে ধারণা ছিল বাংলাদেশ পোশাকের বিনিময়ে সৌদি আরব থেকে তেল আনে।’

/এসআই/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে