X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

করদাতাদের উৎকণ্ঠা দূর হয়েছে: এনবিআর চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৭, ২০:৩৩আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ২০:৩৩

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান (ফাইল ছবি) করদাতাদের মধ্যে এতদিন আয়কর দেওয়া, আয়কর নেটে আসা না আসা নিয়ে যে উৎকণ্ঠা ছিল তা দূর হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ভবনে আয়কর আইনজীবীদের প্রতিষ্ঠান বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ) আয়োজিত মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।

নজিবুর রহমান বলেন, ‘আমার মূল্যায়ন হলো, আয়কর বিভাগ নিয়ে আর কোনও ভীতি নয়। আয়কর বিভাগ সবসময় জনগণ তথা করদাতাদের পাশে অবস্থান নেবে। এটা সব সময় করদাতাদের পাশে থাকবে। আয়কর বিভাগ ও আয়কর আইনজীবীরা অত্যন্ত স্বচ্ছ, করদাতাবান্ধব ও জবাবদিহিতামূলক পরিবেশে কাজ করছে।’ তিনি আরও বলেন, ‘অত্যন্ত আধুনিক ও করদাতাবান্ধব পরিস্থিতি তৈরি করে আয়কর বিভাগ বিশ্বমানের সেবা দিচ্ছে, যে কারণে বিভাগ ও করদাতাদের মধ্যকার বিভেদ ঘুচেছে।’

কর আইনজীবী ও এনবিআর কর্মকর্তাদের মধ্যকার দূরত্ব আর নেই উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা অনেক সমৃদ্ধ হয়েছি। আগে কর আইনজীবী-এনবিআর কর্মকর্তাদের মধ্যে যে দূরত্ব ছিল এখন আর তা নেই। মানবিকভাবে আমরা একে অপরের কাছে এসেছি।’

তিনি উল্লেখ করেন, ট্যাক্স ট্রাইব্যুনাল সম্পূর্ণ স্বাধীন। এর ওপর এনবিআরের কোনও প্রভাব নেই। ট্রাইব্যুনালের সঙ্গে এনবিআরের কোনও সম্পৃক্ততা নেই।

অনুষ্ঠানে কর আইনজীবীরা তাদের জন্য কাউন্সিল গঠন, ট্যাক্স ট্রাইব্যুনাল ও আপিলকে স্বাধীনতা দেওয়া, অডিটের নামে ভীতি দূর, কর মামলা পরিচালনায় অবৈধ প্রতিনিধিত্ব বন্ধ করাসহ বেশ কিছু দাবি তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বৃহৎ করদাতা ইউনিটের কমিশনার মো. আলমগীর হোসেন, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল হুদা ও মহাসচিব এমএ গফুর মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা বিভিন্ন জেলার কর কমিশনার ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

/জিএম/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
নাট্যকার সংঘ: সভাপতি মুননা, সম্পাদক উজ্জ্বল
নাট্যকার সংঘ: সভাপতি মুননা, সম্পাদক উজ্জ্বল
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
কায়রো সফরে যাচ্ছে হামাসের প্রতিনিধিদল
কায়রো সফরে যাচ্ছে হামাসের প্রতিনিধিদল
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে