X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এডিবির সহযোগিতা প্রয়োজন: পরিকল্পনামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৮, ১৮:৩৫আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৮:৪১

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দাতা সংস্থাগুলোর সহযোগিতা চেয়েছেন  পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের অগ্রগতি আরও বেগবান করতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)সহ সব দাতা সংস্থার সহযোগিতা অপরিহার্য।’ সোমবার (১৫ জানুয়ারি) শেরেবাংলা নগরস্থ পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রীর দফতরে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ সাক্ষাৎ করতে এলে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে বাংলাদেশে এডিবির চলমান প্রকল্পগুলো নিয়েও আলোচনা করেন। এ সময় এডিবির কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে দ্রুত অগ্রগতির প্রশংসা করে এডিবির কার্যক্রম আরও সম্প্রসারণ করার কথাও জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে।’

মনমোহন প্রকাশ বলেন, ‘আগামী ২৬ ফেব্রুয়ারি এডিবির প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করবেন। এডিবির প্রেসিডেন্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাকসেস স্টোরি কিভাবে পৃথিবীর অন্যান্য দেশে প্রয়োগ করা যায়, সে বিষয়ে জানতে আগ্রহী। আলোচনাকালে পরিকল্পনামন্ত্রী বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন ক্ষেত্রে এডিবির সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। এই সম্পর্ক ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।  

পরিকল্পনামন্ত্রী বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন কর্মসূচি এবং দেশের সার্বিক অর্থনৈতিক সূচকের চিত্র তুলে ধরে বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে চলমান অগ্রগতির ধারা অব্যহত থাকলে শিগগিরিই বাংলাদেশ  বিশ্ব অর্থনীতিতে দৃষ্টান্ত স্থাপন করবে।’  

 

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস