X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

টাকা দেওয়ার অঙ্গীকারে রবিবার পর্যন্ত সময় পেলো রবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৮, ১৯:২৬আপডেট : ০১ মার্চ ২০১৮, ১৯:৪০

রবি

আদালতের আদেশ বিপক্ষে যাওয়ার পর আগামী রবিবারের মধ্যে ফাঁকি দেওয়া করের প্রায় ১৯ কোটি টাকা পরিশোধের অঙ্গীকার করেছে মোবাইল অপারেটর রবি। প্রতিষ্ঠানটির দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে বৃহস্পতিবার (১ মার্চ) রবির সব অ্যাকাউন্ট খুলে দিতে ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

বৃহস্পতিবার সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো এনবিআরের চিঠিতে বলা হয়, এর আগে ২৬ ফেব্রুয়ারি রবি আজিয়াটা লিমিটেডের ব্যাংক হিসাব অপরিচালনযোগ্য (ফ্রিজ) করার জন্য চিঠি দেওয়া হয়েছিল। তখন রবি’র পক্ষে অঙ্গীকারনামা দেওয়া হয়, অবিলম্বে প্রতিষ্ঠানটি সরকারি পাওনা পরিশোধ করবে। এমতাবস্থায় প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব পরিচালনযোগ্য (আনফ্রিজ) করার অনুরোধ করা হলো।

এ প্রসঙ্গে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিটের (এলটিউ)-কর কমিশনার মতিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, আগামী রবিবারের মধ্যে ফাঁকি দেওয়া প্রায় ১৯ কোটি টাকা পরিশোধের অঙ্গীকার করেছে মোবাইল অপারেটর রবি। এ কারণে প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব পরিচালনযোগ্য (আনফ্রিজ) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, তারা (রবি) যদি রবিবারের কর্মদিবসের মধ্যে সব টাকা পরিশোধ না করে তাহলে সোমবার থেকে আবারও রবির সব অ্যাকাউন্ট জব্দ থাকবে।  তিনি উল্লেখ করেন, রবি যখন বুঝতে পেরেছে যে আইনি লড়াইয়ে আর পারবে না, তখনই টাকা দেওয়ার অঙ্গীকার করেছে। আমাদের কাজ সরকারের রাজস্ব আদায় করা; সে কাজটিই আমরা করছি।

মতিউর রহমান বলেন, রবির সিইও আমাকে বিদেশ থেকে এসএমএস করে বলেছেন, যে রাজস্ব পাওনা রয়েছে তা দ্রুতই সমাধান করা হবে। এছাড়া সিএফও আমাকে চিঠি পাঠিয়েছেন, আজকে ব্যাংক হিসাব খুলে দিলে তারা রবিবার টাকা দিয়ে দিবেন।

জানা গেছে, রবি অপরিশোধিত সম্পূরক শুল্ক, স্থান ও স্থাপনা ভাড়ার ওপর প্রযোজ্য অপরিশোধিত ভ্যাট, কম প্রদর্শিত সিমের ওপর প্রযোজ্য অপরিশোধিত সম্পূরক শুল্ক ও ভ্যাট এবং বিটিসিএল-কে প্রদত্ত সেবার ওপর প্রযোজ্য অপরিশোধিত ভ্যাট বাবদ মোট ১৮ কোটি ৭২ লাখ ৮৮ হাজার ৩২ টাকা নির্ধারিত সময়ে সরকারি কোষাগারে জমা না দিয়ে কর ফাঁকি দিয়েছে।

প্রসঙ্গত, প্রায় ১৯ কোটি টাকা ভ্যাট ও সম্পূরক শুল্ক ফাঁকির অভিযোগে গত ২৬ ফেব্রুয়ারি রবির অ্যাকাউন্ট তিন দিনের জন্য জব্দ রাখতে সব ব্যাংকে চিঠি পাঠায় এনবিআর।  এনবিআরের ওই পদক্ষেপের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করে রবি। ওই রিটের শুনানি নিয়ে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ ২৭ ফেব্রুয়ারি রুলসহ আদেশ দেন। এনবিআর ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে গেলে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার হাইকোর্টের আদেশ তিন দিনের জন্য স্থগিত করে দেয়। ফলে ব্যাংক আকাউন্ট বন্ধের নির্দেশনাই বহাল থাকে।

অবশ্য রবি এর আগে দাবি করেছিল, কর ফাঁকির কোনও ঘটনাই ঘটেনি। তাদের সঙ্গে ‘দীর্ঘদিনের বিরোধের জেরে’ এনবিআর অ্যাকাউন্ট বন্ধের নির্দেশনা দিয়েছে।  

এর আগে প্রায় ৯২৫ কোটি টাকা কর ফাঁকির অভিযোগে গত ৯ ফেব্রুয়ারি রবিকে আরেকটি চিঠি পাঠিয়েছিল এনবিআর। 

/জিএম/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট