X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

অধিকার সুরক্ষায় ভোক্তাকেই এগিয়ে আসতে হবে: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৮, ১৭:৫৭আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৭:৫৯

 

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ (ফাইল ছবি) ভোক্তার অধিকার সুরক্ষায় সরকার সবধরনের পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘দেশব্যাপী পদক্ষেপ নেওয়ার  সুফল পাওয়া যাচ্ছে। তবে, অধিকার সুরক্ষায় ভোক্তাকেই এগিয়ে আসতে হবে।’ বৃহস্পতিবার (১৫ মার্চ) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো—‘ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ।’

সেমিনারে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়েছে।  সে অনুযায়ী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর প্রতিষ্ঠা করে ভোক্তার স্বার্থ রক্ষায় কাজ করা হচ্ছে। বাজার অভিযানের মাধ্যমে ভোক্তাদের স্বার্থবিরোধী কাজের জন্য অভিযুক্তদের জেল-জরিমানাসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। গত ৮ বছরে দেশব্যাপী বাজারে বিপুল-সংখ্যক অভিযান চালানো হয়েছে, জেল-জরিমানা করা হয়েছে। সচেতনতার মাধ্যমে ভোক্তাদের অধিকার পুরোপুরি প্রতিষ্ঠা করা সম্ভব। অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ অর্থ তাৎক্ষণিকভাবে ক্ষতিপূরণ হিসেবে পরিশোধ করা হচ্ছে।’

 বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সরকার ভোক্তার অধিকার প্রতিষ্ঠার জন্য ব্যবসায়ীদের সঙ্গে সুস্পর্ক রেখেই সবধরনের আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে। সরকারের বিশেষ ব্যবস্থা নেওয়ার কারণে এখন আর কোনও খাদ্যদ্রব্যে ফরমালিন ব্যবহারের অভিযোগ পাওয়া যাচ্ছে না। খাদ্যে ভেজাল মিশানোর বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিয়ে যাচ্ছে।’ তিনি বলেন, ‘ভোক্তার অধিকার সুরক্ষা না হলে অভিযোগ পাওয়ামাত্র গুরুত্বসহ আইনি ব্যবস্থা নেওয়া হয়। সে কারণেই ভোক্তার পাশাপাশি ব্যবসায়ীরাও সচেতন হচ্ছেন। আইনি ব্যবস্থা নেওয়ার ফলে অভিযোগ বেশি পাওয়া যাচ্ছে। সঙ্গত কারণে ভোক্তাদের স্বার্থ রক্ষা হচ্ছে। ভোক্তার অধিকার প্রতিষ্ঠায় ঢাকার পাশাপাশি বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন পেশার মানুষের সমন্বয়ে কমিটি গঠন করে কাজ করা হচ্ছে। ফলে দেশব্যাপী ভোক্তা অধিকার আন্দোলন ছড়িয়ে পড়েছে।’

দিবসটি উপলক্ষে সকালে শাহবাগ জাতীয় জাদুঘর থেকে সোহরাওয়ার্দী স্মৃতি মিলনায়তন পর্যন্ত র‌্যালির আয়োজন করা হয়েছে।  

 

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট