X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

দোহা রাউন্ডের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে অনেক সমস্যার সমাধান হবে: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৮, ১৮:৩০আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৮:৩৩

 

ইনফরমাল ডব্লিউটিও মিনিস্টেরিয়াল মিটিং-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিশ্ববাণিজ্য সংস্থাকে (ডব্লিউটিও) কার্যকর করতে দোহা মিনিস্টিরিয়াল কনফারেন্সে গৃহীত সব সিদ্ধান্তের পূর্ণ বাস্তবায়ন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন,  ‘ডব্লিউটিও-এর দোহা রাউন্ডে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে বিশ্ববাণিজ্য ক্ষেত্রে অনেক সমস্যার সমাধান হবে। এলডিসি ভুক্ত দেশগুলোকে ডব্লিউটিও-এর সিদ্ধান্ত অনুযায়ী যে সব সুযোগ দেওয়ার কথা, সেগুলোর সব উন্নত দেশ দিচ্ছে না।’ মঙ্গলবার (২০ মার্চ) ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ইনফরমাল ডব্লিউটিও মিনিস্টেরিয়াল মিটিং-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকসী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নতুন কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আগের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা প্রয়োজন। এলডিসিভুক্ত দেশগুলোর বাণিজ্য সক্ষমতা সীমিত, ক্রমেই পিছিয়ে পড়ছে রফতানিবাণিজ্যে। রফতানিবাণিজ্যে এলডিসিভুক্ত দেশগুলোর অবদান শতকরা একভাগের নিচে। দারিদ্র্যবিমোচন ও শিল্পায়নের জন্য এলডিসিভুক্ত দেশগুলোর খাদ্য নিরাপত্তা, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক অঙ্গনে অবদান রাখার সুযোগ দেওয়া প্রয়োজন।’

বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করেছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সব আনুষ্ঠানিকতা শেষে ২০২৭ সাল থেকে উন্নয়নশীল দেশের যাত্রা শুরু করবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে ডিজিটাল মধ্যআয়ের বাংলাদেশ গঠনের ঘোষণা দিয়েছিলেন। এখন তা বাস্তব।  উন্নয়নশীল দেশের জন্য যে সব চ্যালেঞ্জ রয়েছে, বাংলাদেশ সেগুলো মোকাবিলা করতে সক্ষম।’

ভারতের বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভুর সভাপতিত্বে বাণিজ্যমন্ত্রীদের এ মিটিং-এ ইউরোপিয়ন ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, কানাডা, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনামসহ বিশ্বের ৫৩টি দেশের বাণিজ্যমন্ত্রী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে