X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ডিএসইতে ও সিএসইতে প্রধান সূচক কমেছে ২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৮, ১৬:৩৬আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১৬:৩৮

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ২ দশমিক ৯২ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ২ দশমিক ৬ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ২৮৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩২৩ কোটি ৭১ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ২৭৭ কোটি ৩৫ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩১১ কোটি ৪৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩৪ কোটি ৯ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৮৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ০১ পয়েন্ট কমে এক হাজার ২৯৭ পয়েন্টে এবং ১ দশমিক ৩৯ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ৫৫ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১৬০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৬০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-রেনেটা, স্কয়ার ফার্মা, ব্রাক ব্যাংক, গ্রামীণফোন, স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ইফাদ অটোস, মার্কেন্টাইল ব্যাংক, ফার্মা এইড, সিটি ব্যাংক এবং মনো সিরামিক।

সিএসই সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ১০ কোটি ৩৯ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ১২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১ কোটি ৮৮ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২ দশমিক ০৬ পয়েন্ট কমে ১০ হাজার ২৩৬  পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪ দশমিক ৮৮ পয়েন্ট কমে ১৬ হাজার ৯৪১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৫৫  দশমিক ৮৫ পয়েন্ট কমে ১৫ হাজার ৫৭৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ১০৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-নাহি অ্যালুমিনিয়াম, বেক্সিমকো, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ স্টিল রি-রোলিং, এনসিসি ব্যাংক, কেয়া কসমেটিক্স, লংকা-বাংলা ফাইন্যান্স, কুইন সাউথ লিমিটেড, স্কয়ার ফার্মা এবং ফুয়াং ফুড। 

/এসএসএ/
সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা