X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

‘সবসময়ই একটি বিপর্যয়ের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে ব্যাংকগুলোর’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৮, ১৭:৪০আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১৭:৪৩

‘আজ দেশে যে ব্যাংকিং খাত রয়েছে তা কর্মাশিয়াল খাত। আমাদের কোনও ইনভেস্টমেন্ট ব্যাংক নেই। ফলে আমাদের দেশে প্রথম থেকেই ব্যাংকিং খাতে স্ট্রাকচারাল ইমব্যালান্স রয়েছে। আর এ কারণেই ব্যাংকগুলোর সবসময়ই একটি বিপর্যয়ের দিকে যাওয়ার সম্ভাবনা থাকেই।’ বৃহস্পতিবার বিকালে (৫ এপ্রিল) ‘সবল অর্থনীতি, দুর্বল ব্যাংক’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে অংশ নিয়ে আইএফআইসি ব্যাংকের এমডি শাহ আলম সারোয়ার এসব কথা বলেন।

আইএফআইসি ব্যাংকের এমডি শাহ আলম সারোয়ার আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘দুর্নীতির মাধ্যমে অর্থ উত্তোলন সেটা ব্যাংক থেকেই হোক, অন্যজনের পকেট থেকেই হোক, সেটা তো একটা দুর্নীতি, তা প্রতিষ্ঠিত। আর এই দুর্নীতিবাজদের ধরার দায়িত্ব সবারই আছে। কিন্তু যখন ব্যাংক থেকে কেউ ঋণ গ্রহণ করে তখন বলা হয় টাকা তুলে নিয়ে এলাম। আবার যখন ঋণ দেওয়া হয় তখন বলা হয় টাকা নিয়ে গেলো। এই ধরনের বক্তব্য সাধারণ মানুষের মধ্যে ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে।’

তিনি আরও বলেন, ‘ব্যবসা করতে পুঁজি লাগে। কিন্তু পুঁজি অনেকগুলো সূত্র থেকেই আসতে পারে। সেই পুঁজির সঙ্গে কিছু ঋণও থাকে। আমাদের দেশে কখনোই অধিক পুঁজি ছিল না। কারণ এ দেশে স্বর্ণের খনি নেই, বিশাল ধন-দৌলতও নেই। ফলে ব্যবসা শুরু হয় খুবই অল্প পুঁজি দিয়ে।’ 

আরও পড়ুন: রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো নানাভাবে ডোবানো হয়েছে: ইব্রাহিম খালেদ

রাজধানীর শুক্রাবাদের বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বৈঠকি।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ, প্রিমিয়ার ব্যাংকের পরিচালক সালাম মুর্শেদী, সিপিডি’র অর্থনীতি বিশ্লেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং বাংলা ট্রিবিউনের সাংবাদিক গোলাম মওলা।

/আরএআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তাপপ্রবাহে বিদ্যালয়ে মানতে হবে যেসব নির্দেশনা
তাপপ্রবাহে বিদ্যালয়ে মানতে হবে যেসব নির্দেশনা
কারখানার ছাদ থেকে পড়ে নারী পোশাকশ্রমিকের মৃত্যুর অভিযোগ
কারখানার ছাদ থেকে পড়ে নারী পোশাকশ্রমিকের মৃত্যুর অভিযোগ
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
‘নিখোঁজ’ এমপি আনোয়ারুলের সর্বশেষ অবস্থান ভারতের মুজাফফরাবাদ: ডিবি
‘নিখোঁজ’ এমপি আনোয়ারুলের সর্বশেষ অবস্থান ভারতের মুজাফফরাবাদ: ডিবি
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ