X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের পোশাকশিল্প এখন বিশ্বের রোল মডেল: বিজিএমইএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৮, ০০:১২আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ০০:১৬

বাংলাদেশি গার্মেন্টস কারখানা (ছবি- সংগৃহীত) স্বচ্ছতা ও নিরাপত্তার দিক থেকে বাংলাদেশের পোশাকশিল্প এখন বিশ্বের রোল মডেল বলে মনে করেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি মো. সিদ্দিকুর রহমান। শনিবার (২১ এপ্রিল) রাজধানীর কাওরানবাজারে বিজিএমইএ ভবনে রানা প্লাজা দুর্ঘটনার পাঁচ বছর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
সিদ্দিকুর রহমান বলেন, ‘সারাবিশ্ব আমাদের তৈরি পোশাক খাতের প্রশংসা করছে। বর্তমানে বিশ্বের লিড সার্টিফায়েড ১০টি কারখানার মধ্যে সাতটি কারখানার অবস্থান বাংলাদেশে অবস্থিত। এছাড়াও ইউনাইটেড স্টেটস গ্রিণ বিল্ডিং কাউন্সিল থেকে বাংলাদেশের ৬৭টি কারখানা লিড সনদ পেয়েছে। এর মধ্যে ১৩টি রয়েছে প্লাটিনাম কারখানা। শুধু তাই নয়, বর্তমানে বাংলাদেশের পোশাক খাতে প্রায় শতভাগ নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে তিনি জানান, দুর্ঘটনার পাঁচবছর অতিক্রম হওয়ায় এখন আর কোনও শ্রমিকের পাওনা বুঝে নিতে বাকি নেই। তাই নতুন করে আর কারও আসার সম্ভাবনা নেই। তিনি উল্লেখ করেন, ‘রানা প্লাজার দুর্ঘটনায় শ্রমিকদের ক্ষতিপূরণ বাবদ মোট ২৮০ কোটি টাকা দেওয়া হয়েছে। এখনও রানা প্লাজার ট্রাস্ট ফান্ডে ক্ষতিপূরণের টাকা পড়ে আছে। তবে সে টাকা নিতে এখন আর কেউ আসে না।’
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজায় দুর্ঘটনা ঘটে। এতে  ১১৩৮ জন নিহত এবং দুই হাজারের বেশি শ্রমিক আহত হন। এছাড়া, দুর্ঘটনাস্থল থেকে দুই হাজার ৪০০ জনকে জীবিত উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে সিদ্দিকুর রহমান বলেন, ‘রানা প্লাজা দুর্ঘটনায় শ্রমিকদের জন্য বিজিএমইএ’র পক্ষ থেকে ১৫ কোটি টাকা খরচ করা হয়েছে। বিজিএমইএ-এর পক্ষ থেকে দুই কোটি টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে। এছাড়া, প্রধানমন্ত্রী নিজে ২৫ কোটি টাকা সবাইকে দিয়েছেন। অন্যদিকে, ২৮০ কোটি টাকা নিয়ে বিভিন্ন ব্রান্ড ও আইএলও’র তত্ত্বাবধানে রানা প্লাজা ট্রাস্ট ফান্ড গঠন করে সেখান থেকে বিতরণ করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়, এনজিও, সুশীলসমাজের সমালোচনা করে সিদ্দিকুর রহমান বলেন, ‘তারা একেকজন একেক রকম কথা বলেন।’ তিনি উল্লেখ করেন, তৈরি পোশাক খাত নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য না দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। কয়েককটি বিশ্ববিদ্যালয় মনগড়া প্রতিবেদন তৈরি করে তা প্রকাশ করছে। আমরা এর নিন্দা জানাই।’

পোশাক শ্রমিকদের জন্য গঠিত কল্যাণ তহবিল সম্পর্কে তিনি বলেন, ‘এই তহবিলের আওতায় ইতোমধ্যে ৮০ কোটি টাকা জমা হয়েছে। এ টাকার অর্ধেক শ্রমিকদের বীমা বাবদ ব্যয় হবে। বাকি ৪০ কোটি টাকা শ্রমিকদের কল্যাণে ব্যয় হবে। এখানে কর্মরত অবস্থায় কোনও শ্রমিক মারা গেলে দুই লাখ টাকা এবং দুর্ঘটনায় মারা গেলে আরও তিন লাখ টাকাসহ মোট পাঁচ লাখ টাকা পাবেন।’

তিনি বলেন, ‘বর্তমানে আমরা এখন আর শার্ট প্যান্ট তৈরির মধ্যে সীমাবদ্ধ নেই। আমরা বিভিন্ন প্রকারের পোশাক উৎপাদন করছি। গত চার বছর আগে আমাদের গ্যাস বিদ্যুৎ সমস্যা অনেকটা কেটে গেছে। ফলে আগামী পাঁচ বছরে এই খাতে আরও  এককোটি লোকের কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি