X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ৪১, সিএসইতে কমেছে ৮৮ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৮, ১৫:৫৩আপডেট : ০৮ মে ২০১৮, ১৫:৫৪

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৪১ দশমিক শূন্য ৬ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৮৮ দশমিক ৯৯ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৯৫ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল ৫১২ কোটি ২১ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৭২ কোটি ৯৭ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৯০ কোটি ২৯ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৭ কোটি ৩২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪১ দশমিক শূন্য ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৪২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ দশমিক ১২ পয়েন্ট কমে এক হাজার ৩০৫ পয়েন্টে এবং ১৮ দশমিক ৫৭ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ৯৫ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ২২৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩২টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-বেক্সিমকো, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, গ্রামীণফোন, নাভানা সিএনজি, সিটি ব্যাংক, মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বিবিএস ক্যাবলস।

সিএসই সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২২ কোটি ৩১ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ২১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে  ৩৯ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৮৮ দশমিক ৯৯ পয়েন্ট কমে ১০ হাজার ৫২৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৩৫ দশমিক ৬৫ পয়েন্ট কমে ১৭ হাজার ৪২০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১০ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১৩ হাজার শূন্য ৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৪৭  দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৩৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ১৪১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-বেক্সিমকো, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড,   নাভানা সিএনজি, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, অ্যাডভান্ট ফার্মা, মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লাফার্জ হোলসিম, ব্র্যাক ব্যাংক, বিবিএস ক্যাবলস এবং গ্রামীণফোন।

/এসএসএ/
সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী