X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘নারী উন্নয়নে বরাদ্দ ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৮, ১৮:০৮আপডেট : ০৭ জুন ২০১৮, ১৮:১৭

জেন্ডার বাজেট ২০১৮-১৯ সালের প্রস্তাবিত বাজেটে ৪৩টি বিভাগ ও মন্ত্রণালয়ে জেন্ডার বাজেট বরাদ্দ করা হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৭শ’ ৪২ কোটি টাকা। যা মোট বাজেটের ২৯ দশমিক ৬৫ শতাংশ এবং জিডিপির পাঁচ দশমিক চার তিন শতাংশ।

বৃহস্পতিবার (৭ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তার বাজেট বক্তৃতায় এ তথ্য জানান।

মুহিত বলেন,‘নারী উন্নয়নে ২০০৯-১০ অর্থবছরে প্রথম বাজেট পেশ করা হয়। তখন এ খাতে বরাদ্দ ছিল ২৭ হাজার ২শ’ ৪৮ কোটি টাকা। যা ২০১৭-১৮ অর্থবছরে বেড়ে দাঁড়ায় ১ লাখ ১২ হাজার ১১ কোটি টাকা। এবারের জেন্ডার বাজেটকে নারীর ক্ষমতায়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধি,উৎপাদনশীলতা বৃদ্ধি, শ্রমবাজার ও আয়বর্ধক কাজে নারীর অধিকতর অংশগ্রহণ এবং সরকারি সেবা প্রাপ্তিতে নারীর সুযোগ বৃদ্ধি এই তিনখাতে ভাগ করা হয়েছে।’

তিনি বলেন,‘বাজেটে নারীর উন্নয়নে বিশেষ বরাদ্দ হিসেবে একশ’ ২৫ কোটি টাকা রাখা হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও কয়েকটি বিশেষ উদ্যোগে থোক বরাদ্দ রাখা হয়েছে। এরমধ্যে নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে একশ’ কোটি টাকা এবং নারী উন্নয়ন বিশেষ তহবিলে ২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। স্কিল ডেভেলপমেন্ট ফান্ডে গতবছরের মতো এবারও একশ’ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।’

মুহিত বলেন,‘‌‌‌নারী উন্নয়নে আমরা অসাধারণ অগ্রগতি সাধন করেছি। তবে কর্মরত নারীর সংখ্যা খুব বেশি বাড়েনি। ২০১০ সালে কর্মরত নারীর সংখ্যা ছিল ১৬ দশমিক ২ মিলিয়ন।যাদের আয় ছিল ১৮.৬ মিলিয়ন ডলার। ২০১৬ সালে এ আয় বেড়ে দাঁড়ায় ১৮.৬ মিলিয়ন ডলার। ২০১৭তেও তাই। তবে যাতে নারী শ্রমিকদের সংখ্যা বাড়ে সেজন্যে আমরা বিশেষ বিশেষ উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি। আমরা আমাদের নারীদের বিভিন্ন দেশে পাঠানোর চেষ্টা করছি।’

তিনি বলেন,‘নারী উন্নয়নে বিশ্বে আমাদের অবস্থান ৮২তম। দক্ষিণ এশিয়ায় এটি সবচেয়ে ভালো অবস্থা। ভারত,পাকিস্তান,শ্রীলংকাসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো এ ক্ষেত্রে আমাদের থেকে অনেক পিছিয়ে রয়েছে।’

 

 

/টিওয়াই/আইএ/জেএইচ/ টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উন্নয়নের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০০ গাছ কাটার পরিকল্পনা 
উন্নয়নের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০০ গাছ কাটার পরিকল্পনা 
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: বিচারের অপেক্ষায় এক দশক পার
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: বিচারের অপেক্ষায় এক দশক পার
জাতীয় পার্টির (কাদের) বর্ধিত সভা শুরু
জাতীয় পার্টির (কাদের) বর্ধিত সভা শুরু
লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!