X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে হোন্ডার মোটরসাইকেলের নতুন কারখানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৮, ২৩:২৯আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২৩:২৯

বাংলাদেশে হোন্ডার মোটরসাইকেলের নতুন কারখানা মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় চরবাউসিয়া এলাকায় আবদুল মোনেম ইকোনমিক জোনে ২৫ একর জমির ওপর নতুন মোটরসাইকেল কারখানা গড়ে তুলেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল)। এটি হলো মোটরসাইকেল প্রতিষ্ঠান হোন্ডা ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের (বিএসইসি) যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান। এজন্য ব্যয় হয়েছে প্রায় ২৩০ কোটি টাকা। আগে তাদের কারখানা ছিল গাজীপুরে। সেখান থেকে তা সরিয়ে নেওয়া হলো মুন্সীগঞ্জে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ১১ নভেম্বর নতুন মোটরসাইকেল কারখানা উদ্বোধন হয়। অনুষ্ঠানে ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সংসদ সদস্য ও ইন্টার-পার্লামেন্ট ইউনিয়নের সভাপতি সাবের হোসেন চৌধুরী, বাংলাদেশ ইকোনমিক জোন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, বিএসইসি’র চেয়ারম্যান ও বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিজানুর রহমান, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি।

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োইচিরো ইশি বলেন, ‘জাপানের দক্ষতা ও দিকনির্দেশনা কাজে লাগিয়ে এদেশের মোটরসাইকেল শিল্পে কর্মসংস্থান তৈরি, কর্মীদের দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তি সরবরাহ, কাঁচামাল ও পার্টস শিল্পের উন্নয়ন ও বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখছে হোন্ডা মোটর। শীর্ষস্থানীয় মোটরসাইকেল উৎপাদনকারী হিসেবে আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে সর্বোপরি এদেশের অর্থনীতির উন্নয়ন হবে।’

হোন্ডা মোটর কোম্পানি লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পরিচালক ও প্রোডাকশন অপারেশনসের চিফ অফিসার ইয়োশি ইয়ামানে বলেন, ‘হোন্ডার ২০৩০ সালের লক্ষ্য হলো— বিশ্বব্যাপী মানুষের জীবনে সম্ভাবনা বৃদ্ধির জন্য কাজ করা ও বিশ্বব্যাপী মানুষের জীবনের গতিশীলতা বৃদ্ধি করে তাদের অগ্রসরতার পথে নিয়ে যাওয়া।’

হোন্ডার পক্ষ থেকে অনুষ্ঠানে আরও অংশ নেন হোন্ডা মোটর কোম্পানি লিমিটেডের অপারেটিং অফিসার ও মোটরসাইকেল অপারেশনসের চিফ অফিসার নোরিয়াকি আবে, হোন্ডা মোটর কোম্পানি লিমিটেডের অপারেটিং অফিসার, এশিয়া-ওশেনিয়া অঞ্চলের চিফ অফিসার ও এশিয়ান হোন্ডা মোটর কোম্পানি লিমিটেডের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়াকি ইগারাশি।

প্রাথমিকভাবে নতুন কারখানায় বছরে প্রায় ১ লাখ মোটরসাইকেল উৎপাদন করা সম্ভব হবে। বাজারের প্রবণতা বুঝে ২০২১ সালের মধ্যে এখানে বছরে ২ লাখ মোটরসাইকেল উৎপাদনের ব্যবস্থা নিতে প্রয়োজনীয় বিনিয়োগের পরিকল্পনা চলছে। উদ্যোক্তাদের আশা, নতুন কারখানার মাধ্যমে যেমন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, তেমনই স্থানীয় কর্মীরা অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কেও জানতে পারবে। বর্তমানে প্রায় ৩৯০ জন নিয়ে শুরু করলেও ব্যবসা সম্প্রসারণের সঙ্গে আরও কর্মী নিয়োগ দেবে বিএইচএল।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
মধ্যপ্রাচ্যে সংঘাত হলে প্রভাব পড়বে বাংলাদেশে: প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে সংঘাত হলে প্রভাব পড়বে বাংলাদেশে: প্রধানমন্ত্রী
ওয়াটারএইডে পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখবেন ব্রিটেনের রাজা
ওয়াটারএইডে পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখবেন ব্রিটেনের রাজা
‘বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় তুরস্ক’
‘বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় তুরস্ক’
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ