X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

পিডিবি’র সিবিএ কার্যালয়ে তালা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৫



পিডিবি’র সিবিএ কার্যালয়ে তালা সংঘাত এড়াতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শ্রমিক সংগঠন (সিবিএ—কালেক্টিভ বার্গেনিং এজেন্ট) কার্যালয়ে তালা দিয়েছে পুলিশ। সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সংগঠনের দুই পক্ষ সিবিএ কার্যালয়ের দখল নিতে চেষ্টা করলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।





প্রত্যক্ষদর্শী পিডিবি’র একজন কর্মকর্তা জানান, দীর্ঘ দিন ধরেই শ্রমিক সংগঠনে অস্থিরতা বিরাজ করছে। সোমবার দুপরের দিকে সিবিএ’র একাংশের নেতা চন্দন কুমার চংদার এবং শহীদ ডাকুয়ার নেতৃত্বে এক দল শ্রমিক-কর্মচারী সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক আলাউদ্দিনকে কার্যালয় থেকে বেরিয়ে যেতে বলে। জহির ও আলাউদ্দিন কার্যালয় ছাড়তে না চাইলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে মতিঝিল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তালা লাগিয়ে দেয়।
পিডিবি’র সিবিএ সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী বলেন, ‘সকালে তারা অফিসে এসে দখল নিয়েছিল। কিন্তু আমরা তাদের বের করে দিতে গেলে হট্টোগোল হয়।’ তবে কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি দাবি করে তিনি স্বীকার করেন, উভয় পক্ষকে কার্যালয় থেকে বের করে দিয়ে তালা দেওয়া হয়েছে।
সিবিএ’র অন্য অংশের নেতা চন্দন কুমার চংদার বলেন, ‘দুপুরের দিকে আমরা সিবিএ অফিসে গেলে আমাদের উপর সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের অনুসারীরা হামলা করে। তখন সাধারণ শ্রমিক-কর্মচারীরা সভাপতি-সাধারণ সম্পাদকসহ তাদের অনুসারীদের অফিস থেকে বের করে দেয়।’
জানা গেছে, পিডিবির সিবিএ নেতাদের মধ্যে বর্তমান সভাপতি জহির এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিনের চাকরির মেয়াদ শেষ হলেও তারা পদ আঁকড়ে আছেন। সাধারণ শ্রমিকদের একটি অংশ তাদের মানতে চাইছে না। এ নিয়ে উচ্চ আদালতে রিটও দায়ের করা হয়েছে।
এদিকে, সোমবার সুপ্রিম কোর্ট আগের হাইকোর্টের আদেশ রহিত করে রিট আবেদনের পূর্ণাঙ্গ শুনানির জন্য হাইকোর্টে ফেরত পাঠিয়েছে।
পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ দেশের বাইরে থাকায় এ ব্যাপারে তার কোনও মন্তব্য পাওয়া যায়নি।

/এসএনএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ