X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

২৫ বছরে পা রাখলো প্রাইম ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৯, ১৯:৫৭আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২০:০০





২৫ বছরে পা রাখলো প্রাইম ব্যাংক বেসরকারি খাতের প্রাইম ব্যাংক লিমিটেড ২৫ বছরে পা রাখলো বুধবার (১৭ এপ্রিল)। এ দিন রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ বলেন, অস্থিরতার মধ্যেও ২০১৮ সালে সামগ্রিকভাবে ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছে প্রাইম ব্যাংক।
তিনি বলেন, ‘একটি ব্যতিক্রমধর্মী ব্যাংক’ হিসেবে পরিচিতি পাওয়া প্রাইম ব্যাংক অনেকগুলো পরিবর্তন এনেছে। ২০২১ সাল নাগাদ দেশের অন্যতম শীর্ষ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সুনিদিষ্ট কিছু কর্মপন্থা নির্ধারণ করা হয়েছে। এ জন্য ভবিষ্যতে আরও পরিবর্তন আসবে।
রাহেল আহমেদ বলেন, ‘২০১৫ এবং ২০১৬ সালে যেসব উদ্যোগ নিয়েছিলাম তার ফল আমরা এখন পাচ্ছি। এখন যেসব কাজ আমরা শুরু করেছি, আশা করি শিগগিরই তার ফল পাওয়া যাবে।’
২০১৮ সালের লভ্যাংশের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘২০১৮ সালে আমরা সাড়ে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছি। এমন ধারাবাহিকতা আমরা আগামী বছরেও বজায় রাখতে চাই।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাহেল আহমেদ বলেন, বর্তমানে ব্যাংকিং সেক্টরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ খেলাপি ঋণ। তবে এই চ্যালেঞ্জ অতিক্রম করা কোনও কঠিন বিষয় নয়। এ জন্য অর্থঋণ আদালতের কাঠামো আরও বিস্তৃত করা প্রয়োজন। পাশাপাশি আইন প্রয়োগে কঠোর ভূমিকাও পালন করা দরকার বলে তিনি মনে করেন।
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, ২০১৮ সাল শেষে প্রাইম ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ হাজার ৮৩২ কোটি টাকা, বিনিয়োগ ২০ হাজার ৫৮১ কোটি টাকা এবং সম্পদের পরিমাণ ২৯ হাজার ৩৯০ কোটি টাকায় পৌঁছেছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম রাব্বানী এবং মো. তৌহিদুল আলম খান। উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. হাবিবুর রহমান চৌধুরী।

/জিএম/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপুল পরিমাণ নকল জুস জব্দ, কারখানার মালিকের কারাদণ্ড
বিপুল পরিমাণ নকল জুস জব্দ, কারখানার মালিকের কারাদণ্ড
লিগের মাঝপথে গোপনে কানাডায় কেন বাংলাদেশি ফুটবলার!
লিগের মাঝপথে গোপনে কানাডায় কেন বাংলাদেশি ফুটবলার!
বাঁচতে হলে জানতে হবে
বাঁচতে হলে জানতে হবে
ইইউ দেশগুলোর সম্পর্ক জোরদারে মে মাসে জার্মানি সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ
ইইউ দেশগুলোর সম্পর্ক জোরদারে মে মাসে জার্মানি সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু