X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বিএসইসি’র চেয়ারম্যানের পদত্যাগ চান মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৯, ১৯:৩৫আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৯:৪০



বিনিয়োগকারীদের মাঝে রাশেদ খান মেনন নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খায়রুল হোসেনের পদত্যাগ দাবি করেছেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের প্রতীকী গণঅনশনে যোগ দিয়ে তিনি এ দাবি তোলেন।

রাশেদ খান মেনন বলেন, ‘আইন লঙ্ঘন করে বিএসইসির চেয়ারম্যান হিসেবে খায়রুল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাই আমি খায়রুল হোসেনের পদত্যাগসহ ১২ দফা দাবির সঙ্গে একমত প্রকাশ করছি।’
একাদশ সংসদের এই সদস্য আরও বলেন, ‘সংসদে অর্থমন্ত্রী স্বীকার করেছেন, পুঁজিবাজারে সংকট আছে। পুঁজিবাজারে কোনও নিয়ন্ত্রণ নেই। সংসদে সত্য কথা বলায় আমি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’
তিনি বলেন, ‘আমাদের কথা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান আইন ভঙ্গ করে পর পর তিনবার কীভাবে থাকেন? এর জবাব আপনাদের দিতে হবে।’
রাশেদ খান মেনন বলেন, ‘আমরা দেখতে চাই জুন মাসে বাজেটের আগেই বিএসইসিতে পরিবর্তন এসেছে।’ এ সময় বিনিয়োগকারীরা খায়রুলের পদত্যাগের দাবিতে স্লোগান ধরেন। এই স্লোগান থামিয়ে মেনন বলেন, ‘আমরা তালিকা চাই গত ৯ বছরে কোন কোন প্রতিষ্ঠানকে আইপিও ইস্যু করতে অনুমোতি দেওয়া হয়েছে।’ এ সময় বিনিয়োগকারীরা স্লোগান দেন, ‘আইপিও বাণিজ্য, আইপিও বাণিজ্য, বন্ধ করো, করতে হবে।’
আইপিও নিয়ে যারা ষড়যন্ত্র করেছে তাদের বিচার দাবি করে মেনন বলেন, খন্দকার ইব্রাহিম খালেদের তদন্ত রিপোর্ট প্রকাশ করুন এবং অধিকতর তদন্তের পদক্ষেপ নিন।
আর্থিক খাতের রর্তমান অবস্থা তুলেন ধরে তিনি বলেন, ‘আমরা দেখছি ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। গত ১০ বছরে ২৬ হাজার কোটি টাকা থেকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৩০ হাজার কোটি টাকা।’
তিনি বলেন, “আমরা এখন সবাই এই স্লোগান দেবো, ‘আমরা সবাই ঋণ খেলাপি হবো।’ তাহলে আমাদের অর্থমন্ত্রীর নতুন পদ্ধতি অনুসারে আমরা বিশেষ সুবিধা পাবো।” এ সময় গণঅনশনে অংশ নেওয়া বিনিয়োগকারীরা স্লোগান দেন, ‘আমরা সবাই ঋণখেলাপি হবো, বাংলাদেশকে শেষ করবো।’

আরও পড়ুন: বিনিয়োগকারীদের ‘গণঅনশন’ ভাঙালেন মেনন

 

/জিএম/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী