X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

এফবিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব নিলেন শেখ ফজলে ফাহিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৯, ২০:৫২আপডেট : ১৯ মে ২০১৯, ২১:০১

শেখ ফজলে ফাহিম ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) ২৪তম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শেখ ফজলে ফাহিম। সংগঠনের সদ্যবিদায়ী সভাপতি শফিউল ইসলাম, মহিউদ্দিন শেখ ফাহিমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। একই সঙ্গে ছয়জন সহ-সভাপতিসহ ৭১ জন পরিচালক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। রবিবার (১৯ মে) রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে নবনির্বাচিত পরিচালনা পর্ষদ ২০১৯-২০২১ মেয়াদের দায়িত্ব নেন।
এফবিসিসিআইয়ের বর্তমান পরিচালনা পর্ষদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মুনতাকিম আশরাফ, সহ-সভাপতি হিসেবে বাগেরহাট চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাট্রি থেকে প্রতিনিধিত্বকারী হাসিনা নেওয়াজ, চুয়াডাঙ্গা চেম্বার্স অব কমার্স থেকে দিলীপ কুমার আগরওয়ালা, জামালপুর চেম্বার্স থেকে রেজাউল করিম রেজনু, বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন থেকে মীর নিজাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারর্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সিদ্দিকুর রহমান, বাংলাদেশ সেকেন্ডারি কোয়ালিটি টিনপ্লেট ইমপোর্টার্স অ্যান্ড মার্চেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি নিজাম উদ্দিন রাজেশ প্রমুখ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এফবিসিসিআই’র নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ বর্তমান পরিচালনা কমিটির নাম ঘোষণা করেন। এ সময় এফবিসিসিআই’র সাবেক সভাপতি মাহবুবুর রহমান, এ কে আজাদ, কাজী আকরাম উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ভ্যাট আইন বাস্তবায়ন দুই বছর পিছিয়েছিলেন। আগামী জুনে ভ্যাট আইন বাস্তবায়ন হবে। বর্তমান অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যান আমাদের আশ্বস্ত করেছেন কোনও খাতে ভ্যাট বাড়বে না।

 

/জিএম/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা