X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

নিখোঁজ বিদ্যুৎ গ্রাহকের তালিকা তৈরির নির্দেশ

সঞ্চিতা সীতু
২৬ মে ২০১৯, ২২:২৩আপডেট : ২৬ মে ২০১৯, ২৩:২০

 

নিখোঁজ বিদ্যুৎ গ্রাহকের তালিকা তৈরির নির্দেশ

এবার নিখোঁজ গ্রাহকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। সারাদেশে বছরের পর বছর ধরে কিছু গ্রাহকের বিল বকেয়া থাকায় এই নির্দেশ দেওয়া হলো। বিদ্যুৎ বিতরণ কোম্পানির দায়িত্বশীলরা বলছেন, অনেক বছর ধরে এসব গ্রাহকের হিসাব বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে তাদের। মাঝে মাঝে অপ্রীতিকর ঘটনাও ঘটছে। এ বিষয়ে তারা সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করেছে।

বিদ্যুৎ বিভাগ ও বিতরণ কোম্পানিগুলোর সূত্র জানায়, এখন বিল দেওয়া ও নেওয়ার পুরো প্রক্রিয়া করা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে। ফলে কোনও গ্রাহক এক মাস বিল না দিলেই তা বের করা সম্ভব। এখানে কোনও কোনও গ্রাহক রয়েছেন, যাদের নামে বিদ্যুৎ সংযোগ ছিল। একসময়ে তারা সেই নামে বিদ্যুৎ ব্যবহার করেছেন। এরপর কোনও একদিন থেকে তারা আর বিদ্যুৎ ব্যবহার করছেন না, তাই বিলও দিচ্ছেন না।
বিতরণ কোম্পানির প্রতিনিধিরা এসব গ্রাহকের দেওয়া ঠিকানায় হাজির হয়ে তাদের খুঁজে পাচ্ছেন না। তারা কোথায় গেছেন, কেউ বলতেও পারছেন না। এসব হিসাব গ্রাহকরা নিজে থেকে বন্ধ করার আবেদনও না করায় বন্ধ করা যাচ্ছে না।
জানতে চাইলে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, ‘অনেক সময় বস্তি বা কোনও বাড়ি থেকে কাউকে উচ্ছেদ করা হলে তিনি আর বকেয়া বিলগুলো দিয়ে যান না। আমাদেরও এমন ৮৪ জন গ্রাহক রয়েছেন। যারা হাতিরঝিলে কাজের সময় উচ্ছেদ হয়েছিলেন, তাদের আর খুঁজে পাইনি। কিন্তু তাদের হিসাবগুলো বন্ধও করতে পারছি না।’ তিনি বলেন, ‘অন্য বিতরণ কোম্পানিকেও সরকার এমন নিখোঁজ বিদ্যুৎ গ্রাহকদের তালিকা করতে বলেছে।’
বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা জানান, বড় রকমের বকেয়া রয়ে গেছে, এমন কোনও গ্রাহক থাকলে তাকে খুঁজে বের করার পক্ষে বিদ্যুৎ বিভাগ। তবে কোনও ক্ষেত্রে যদি ছোটখাটো বকেয়া থাকে, সেক্ষেত্রে বিদ্যুৎ বিভাগ তাদের কাছে পাওনা বিল মওকুফ করে দেওয়ার পক্ষে। তিনি জানান, এখন পুরো বিদ্যুৎ খাতকে একটি সুনির্দিষ্ট পদ্ধতির মধ্যে আনতে চায় সরকার। ভবিষ্যতে শতভাগ বিদ্যুৎ প্রিপেইড মিটারে বিতরণ করা হবে। ফলে এর আগে ছোটখাটো যেকোনও সমস্যার সমাধান করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, সকল বিদ্যুৎ বিতরণ কোম্পানিতেই এমন নিখোঁজ গ্রাহক রয়েছেন। কোম্পানিগুলো তাদের বিতরণ অঞ্চলের প্রধানদের নিখোঁজ গ্রাহকদের তালিকা প্রণয়নের কথা বলেছে।

জানতে চাইলে ঢাকার আরেক বিতরণ কোম্পানি ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)-এর ব্যবস্থাপনা পরিচালক শাহিদ সারোয়ার বলেন, ‘ডেসকোতেও এমন নিখোঁজ গ্রাহক রয়েছেন। তবে, তাদের খুঁজেই পাওয়া যাচ্ছে না।’ তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশে নিখোঁজ এসব গ্রাহকের তালিকা তৈরির কাজ শুরু করছেন তারা। তালিকা শেষ হলেই জানা যাবে তাদের কতজন এমন গ্রাহক রয়েছেন।’

পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)-এর একজন কর্মকর্তা বলেন, ‘আরইবি সারাদেশে পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে বিতরণ কাজ পরিচালনা করে থাকে। এ ধরনের তালিকা প্রতিটি সমিতির কাছে আলাদাভাবে রয়েছে। কিন্তু প্রধান কার্যালয়ে এখনও সব হিসাব এক করা যায়নি। আরইবিতে এমন গ্রাহকের সংখ্যা একটু বেশি হওয়ার আশঙ্কা বেশি। কারণ, সবচেয়ে বেশি এলাকাজুড়ে বিদ্যুৎ বিতরণ করে আরইবি। গ্রামের মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলে মিটারটি বন্ধ না করেই চলে যান।’ তারা বিল পরিশোধ করেন না বলেও তিনি জানান।

/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার