X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০১৯, ১৮:৩৩আপডেট : ১৬ জুন ২০১৯, ১৮:৩৫

সংবাদ সম্মেলনে সম্মাননা পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা ‘মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা-২০১৯’ পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছে। রবিবার (১৬ জুন) মার্কেন্টাইল ব্যাংকের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যাংকটির চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা নির্বাচিত চার ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেন। এ সময় তিনি ‘এমবিএল ইয়াং ব্যাংকার্স অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০১৯’ পাওয়া পাঁচজন তরুণ ও মেধাবী ব্যাংকারের নামও ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৭ জুন রাজধানীর একটি হোটেলে গ্রাহক ও সুধী সমাবেশে পাঁচ গুণীজন ও প্রতিষ্ঠান এবং নির্বাচিত পাঁচজন তরুণ ও মেধাবী ব্যাংকারকে পুরস্কৃত করা হবে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

নির্বাচিত পাঁচ গুণীজন ও প্রতিষ্ঠান 

‘মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা-২০১৯’ পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠান হলো শিক্ষায় ড. তোফায়েল আহমেদ,  মুক্তিযোদ্ধ ও মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় ক্যাপ্টেন সাহাবুদ্দিন আহমেদ (বীর উত্তম), অর্থনীতি ও অর্থনীতি বিষয়ক গবেষণায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (ময়মনসিংহ), শিল্প ও বাণিজ্যে আবুল কাশেম (আবুল খায়ের গ্রুপ) ও ক্রীড়ায় মো. মোশাররাফ হোসেন খান (সাঁতার)। তাদের প্রত্যেককে দুই ভরি ওজনের স্বর্ণপদক, তিন লাখ টাকা ও ক্রেস্ট দেওয়া হবে।

এমবিএল ইয়াং ব্যাংকার্স অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ডের জন্য যারা নির্বাচিত

‘এমবিএল ইয়াং ব্যাংকার্স অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০১৯’ এর জন্য নির্বাচিতরা হলেন আইএফআইসি ব্যাংক লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট উজ্জল কুমার সিংহ,  এবি ব্যাংক লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ কে এম হোসেনুজ্জামান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট তাওহীদ খান মজলিস ও ব্যাংক এশিয়া লিমিটেডের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আরাফাত হোসেন। তাদের প্রত্যেককে দুই লাখ টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হবে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন), মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আমানউল্লাহ, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, পরিচালক মোরশেদ আলম এমপি, মো. আনোয়ারুল হক ও মোশাররফ হোসেন।

 

 

/জিএম/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা