X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

কর অঞ্চল বগুড়া লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কর আদায় করেছে

বগুড়া প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৯, ০০:১৭আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ০০:১৯

বগুড়া এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কর আদায় করেছে বগুড়া কর অঞ্চল। ২০১৮-১৯ করবর্ষে ৩৯৪ কোটি টাকা টার্গেট অতিক্রম করে আদায় হয়েছে ৪০৩ কোটি টাকা। চলতি করবর্ষেও সেই লক্ষ্যমাত্রা অতিক্রম হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে আয়করদাতার সংখ্যা বাড়াতেও উদ্যোগ নিয়েছেন কর্মকর্তারা। সামনে আয়কর মেলায় করদাতা ও টিআইএন ধারীর সংখ্যাও বাড়ানোর লক্ষ্য রয়েছে তাদের। কর অঞ্চল বগুড়ার উপ-কর কমিশনার (সদর দফতর প্রশাসন) হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

কর অঞ্চল বগুড়া সূত্রে জানা গেছে, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলা মিলে কর অঞ্চল, বগুড়া। সেপ্টেম্বর পর্যন্ত এ কর অঞ্চলে দেড় লাখ টিআইএন ধারীর তালিকা পাওয়া গেছে। প্রতিষ্ঠাকালে টিআইএন ধারী ছিল ৪৫ হাজার। ২০১৮-১৯ কর বর্ষে আয়কর আদায়ে কর অঞ্চল বগুড়ার লক্ষ্যমাত্রা ছিল ৩৯৪ কোটি টাকা। সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আদায় হয়েছে ৪০৩ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশারফ হোসেন ভুঁইয়ার সার্বিক নির্দেশনায় এ অঞ্চলের কর্মকর্তারা কাজ করছেন। চলতি করবর্ষেও সেই টার্গেট অতিক্রম হবে বলে আশা করছেন কর্মকর্তারা।

কর অঞ্চল বগুড়ার কর্মকর্তারা জানান, আগামী ১৩ নভেম্বর এ অঞ্চলের ২৮ জনকে সেরা করদাতার সম্মাননা দেওয়া হবে। সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা, দীর্ঘমেয়াদি কর প্রদানকারী, সর্বোচ্চ আয়কর প্রদানকারী (মহিলা), তরুণ সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা এই চার ক্যাটাগরিতে চার জেলার সাতজন করে ২৮ জন সম্মাননা পাবেন।

হাবিবুর রহমান জানান, টিআইএনধারীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। বগুড়ায় ১৩ নভেম্বর আয়কর সম্মাননা ও ১৪ তারিখ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত আয়কর মেলা হবে। সেখানে টিআইএনধারীর সংখ্যা বাড়বে। মেলায় বিনামূল্যে ই-টিআইএন পাবে।

তিনি প্রত্যাশা করেন, নতুন টিআইএনধারীরা আয়কর ফাইলও খুলবেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ততৃীয় ধাপে উপজেলা নির্বাচন: মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৫৮৮ জন
ততৃীয় ধাপে উপজেলা নির্বাচন: মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৫৮৮ জন
মুঠোফোন কানে, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
মুঠোফোন কানে, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
পড়ার টেবিল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজপড়ার টেবিল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
পেঁয়াজ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী
পেঁয়াজ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে