X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

আগস্টের মধ্যে প্রণোদনা প্যাকেজের সব ঋণ বিতরণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২০, ০৯:৩৩আপডেট : ০৪ জুলাই ২০২০, ১৪:৩৫

বাংলাদেশ ব্যাংক সরকারের প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণে ব্যাংকগুলোর গড়িমসি দেখে এবার সময় বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সব ব্যাংকের নির্বাহী প্রধানদের কাছে বৃহস্পতিবার (২ জুলাই) এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়। বাংলাদেশ ব্যাংক ও বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, প্রণোদনা প্যাকেজের সব অর্থবিতরণের কাজ আগামী আগস্ট মাসের মধ্যে শেষ করতে হবে। এর মধ্যে বেশিরভাগ ঋণ চলতি জুলাই মাসের মধ্যে বিতরণ করতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের ফলে ক্ষতিগ্রস্ত শিল্প, সেবা ও কৃষিখাতসহ আয়-উৎসারী কর্মকাণ্ড পুনরায় সচল করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন ঋণ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। এই প্যাকেজসমূহ যথাসময়ে বাস্তবায়িত না হলে প্যাকেজ প্রণয়ণের মূল উদ্দেশ্যই ব্যাহত হবে।

প্রসঙ্গত, এর আগে গত মার্চ থেকে কয়েক দফায় সরকার এক লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। প্রণোদনার এই অর্থ ব্যাংকগুলো থেকে ঋণ হিসেবে পাবেন শিল্পোদ্যোক্তারা, ওই ঋণের সুদের অর্ধেক সরকার পরিশোধ করবে। প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর ব্যাংকগুলো অর্থ সংকটের কথা তুললে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে তহবিল জোগানের উদ্যোগ নেওয়া হয়। তবে অদৃশ্য কারণে ঋণ বিতরণে ব্যাংকগুলো ধীর গতিতে চলছে বলে অভিযোগ তোলে এফবিসিসিআইসহ ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন।

এর মধ্যেই গত ১৭ জুন গভর্নর ফজলে কবির সব ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে সভা করেন। ওই সভায় ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের জন্য ঘোষিত ৩০ হাজার কোটি টাকার প্যাকেজ নিয়ে আলোচনা হয়। এরপর বৃহস্পতিবার (২ জুলাই) পর্যালোচনা সভা হয় ক্ষুদ্র (কুটির শিল্পসহ) ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের জন্য ঘোষিত ২০ হাজার কোটি টাকার প্যাকেজের ঋণ বিতরণের অগ্রগতি নিয়ে।

 

/জিএম/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার পয়েন্ট উদ্বোধন
খুলনায় ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার পয়েন্ট উদ্বোধন
কাপ্তাইয়ে পানি বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন
কাপ্তাইয়ে পানি বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় হামাস যোদ্ধাসহ ৫ ফিলিস্তিনি নিহত
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় হামাস যোদ্ধাসহ ৫ ফিলিস্তিনি নিহত
তারেক রহমানের এপিএসসহ ৭ জনের অভিযোগ গঠন শুনানি অব্যাহত
তারেক রহমানের এপিএসসহ ৭ জনের অভিযোগ গঠন শুনানি অব্যাহত
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি