X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে আশার আলো

গোলাম মওলা
০৮ আগস্ট ২০২০, ২২:০৯আপডেট : ০৮ আগস্ট ২০২০, ২২:৫৩

ডিএসই করোনাভাইরাস মহামারির মধ্যেই একটু একটু করে আশার আলো দেখাচ্ছে দেশের শেয়ারবাজার। বিনিয়োগকারীরা বলছেন, গত কয়েক সপ্তাহে অব্যাহত পতন থেকে বেরিয়ে আসার চিত্র দেখে অনেকের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে।

কোভিড-১৯ রোগের প্রকোপে ভুগতে থাকা শেয়ারবাজারে বেশ কিছুদিন ধরেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ঈদের আগের শেষ সপ্তাহে এই চিত্র ছিল সবচেয়ে বেশি, যা ঈদের পরও বিদ্যমান রয়েছে।

বিনিয়োগকারীদের অনেকে বলছেন, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের নেতৃত্ব শেয়ারবাজারে সুশাসন প্রতিষ্ঠায় বেশকিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। তারই প্রভাব দেখা যাচ্ছে এখন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মো. রকিবুর রহমান মনে করেন, গ্রামীণফোনের মতো বড় প্রতিষ্ঠান এলে শেয়ারবাজার আবারও চাঙা হয়ে উঠবে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমন ইতিবাচক পরিস্থিতি বজায় থাকলে ধীরে ধীরে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। এখন বড় বড় ভালো কিছু প্রতিষ্ঠানকে নিয়ে আসা প্রয়োজন।’

ঈদের পর গত সপ্তাহে শেয়ারবাজারে চার কার্যদিবস লেনদেন হয়েছে। চার দিনেই প্রায় আট হাজার কোটি টাকা ফিরে পেয়েছেন বিনিয়োগকারীরা। ঈদের আগের শেষ সপ্তাহে একই পরিমাণ অর্থ ফিরেছে শেয়ারবাজারে। ফলে দুই সপ্তাহে শেয়ারবাজারে ফিরেছে প্রায় ১৬ হাজার কোটি টাকা। তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধির ফলে এটি সম্ভব হয়েছে।

শেয়ারবাজারে বড় অঙ্কের অর্থ ফেরার সপ্তাহে বেড়েছে সবক’টি মূল্যসূচক। একইসঙ্গে লেনদেনের পরিমাণ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মূল্য বৃদ্ধি পেয়েছে। এতে সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসই’র বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৬৮৫ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে অঙ্কটা ছিল ৩ লাখ ২৫ হাজার ৭৩২ কোটি টাকা। অর্থাৎ একসপ্তাহে ডিএসই’র বাজার মূলধন বেড়েছে ৭ হাজার ৯৫৩ কোটি টাকা। তার আগের সপ্তাহে বাজার মূলধন বেড়েছিল ৮ হাজার ২০৪ কোটি টাকা। অর্থাৎ দুই সপ্তাহে টানা উত্থানে বাজার মূলধন বাড়লো ১৬ হাজার কোটি টাকারও বেশি।

গত সপ্তাহে ডিএসই’তে লেনদেনে অংশ নেওয়া ২৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মূল্য বেড়েছে। আর কমেছে ৪২টির। এছাড়া অপরিবর্তিত রয়েছে ৫৭টির দাম। 

এদিকে আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ডিএসই’তে লেনদেনের পরিমাণ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৭২৫ কোটি ৯৭ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৪৪৬ কোটি ৭৫ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ২৭৯ কোটি ২২ লাখ টাকা।

গত সপ্তাহজুড়ে ডিএসই’তে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৯০৩ কোটি ৯০ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ২ হাজার ২৩৩ কোটি ৭৬ লাখ টাকা। সেই হিসাবে মোট লেনদেন বেড়েছে ৬৭০ কোটি ১৪ লাখ টাকা।

একই সময়ে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৫০ দশমিক ৪০ পয়েন্ট। এর মাধ্যমে টানা সাত সপ্তাহ সূচকটি বৃদ্ধি পেলো। ফলে ডিএসই’র প্রধান মূল্যসূচক বেড়েছে ৪০২ পয়েন্ট।

প্রধান মূল্যসূচকের পাশাপাশি গত সপ্তাহে ডিএসই’র শরিয়াহ সূচকও বেড়েছে। শরিয়াহ ভিত্তিতে পরিচালিত প্রতিষ্ঠান নিয়ে গঠিত সূচকটি গত সপ্তাহে বেড়েছে ৩৪ দশমিক ৬১ পয়েন্ট। এটিও টানা সাত সপ্তাহ বাড়লো।

বাছাই করা ভালো প্রতিষ্ঠান নিয়ে গঠিত ডিএসই’র আরেকটি সূচক হলো ডিএসই-৩০। এটি গত সপ্তাহে বেড়েছে ৫৫ দশমিক ২৪ পয়েন্ট।

/জেএইচ/
সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
এখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সহিংসতাএখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা