X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মেয়াদি ঋণের কিস্তি পরিশোধের সময় বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২১, ১৯:৪৫আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ১৯:৪৫

করোনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকরা যাতে ঋণের কিস্তি সহজে পরিশোধ করতে পারেন, সে লক্ষ্যে বাড়তি সময় দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সার্কুলারে বলা হয়, চলতি জানুয়ারি থেকে নিয়মিত মেয়াদি ঋণের কিস্তি পরিশোধের ক্ষেত্রে অবশিষ্ট মেয়াদের সঙ্গে আরও ৫০ শতাংশ সময় বাড়িয়ে দিতে পারবে ব্যাংকগুলো।

অর্থাৎ, কোনও গ্রাহকের ঋণ পরিশোধের জন্য যদি এক বছর সময় থাকে, তাহলে এর সঙ্গে আরও ছয় মাস যোগ করে ঋণের কিস্তি পরিশোধের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করতে পারবে ব্যাংক।

সার্কুলারে আরও বলা হয়, কোভিড-১৯ এর প্রভাব ও বকেয়া ঋণের পরিমাণের ভিত্তিতে এ ধরনের ঋণ পরিশোধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত বিবেচনা করবে ব্যাংক।

প্রসঙ্গত, করোনায় সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ঋণ গ্রহীতাদের চাপ কমাতে গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কিস্তি পরিশোধের ওপর বিশেষ ছাড় দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে এই এক বছর কিস্তি না দিলেও কোনও গ্রাহক খেলাপি হননি।

তবে গত বুধবার (২৭ জানুয়ারি) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় ব্যাংকের এমডিরা ঋণের কিস্তি পরিশোধের মেয়াদ না বাড়ানোর কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরও ওই সভায় জানিয়ে দেন, এই সুবিধা আর কোনোভাবেই বাড়ানো হবে না।

রবিবার বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, করোনার প্রভাব ও ঋণ বকেয়া স্থিতির পরিমাণ বিবেচনায় ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে কেবলমাত্র মেয়াদি ঋণ বা বিনিয়োগ হিসাবের অবশিষ্ট মেয়াদের সর্বোচ্চ ৫০ শতাংশ সময় বৃদ্ধি করা যাবে। তবে এরূপ বর্ধিত সময়সীমা কোনোভাবেই দুই বছরের বেশি হবে না।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অশ্রুসিক্ত হয়ে চেলসি ছাড়ার ঘোষণা ব্রাজিলিয়ান ডিফেন্ডারের
অশ্রুসিক্ত হয়ে চেলসি ছাড়ার ঘোষণা ব্রাজিলিয়ান ডিফেন্ডারের
বিশ্ববিদ্যালয়ে ই-রিসোর্সের ব্যবহার বাড়ানোর আহ্বান ইউজিসি’র
বিশ্ববিদ্যালয়ে ই-রিসোর্সের ব্যবহার বাড়ানোর আহ্বান ইউজিসি’র
নগরের তীব্র উত্তাপ কি শীতাতপ নিয়ন্ত্রিত মনকে ছুঁতে পারে?
নগরের তীব্র উত্তাপ কি শীতাতপ নিয়ন্ত্রিত মনকে ছুঁতে পারে?
বিএনপি নেতারা ‘সিম্প্যাথি কার্ড’ খেলার অপচেষ্টা করছে: কাদের
বিএনপি নেতারা ‘সিম্প্যাথি কার্ড’ খেলার অপচেষ্টা করছে: কাদের
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ