X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১
সৌদি বাজেট ঘাটতি

সর্ববৃহৎ তেল কোম্পানির শেয়ার বিক্রির প্রস্তুতি

বিজনেস ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৬, ১১:৫১আপডেট : ০৮ জানুয়ারি ২০১৬, ১১:৫৬
image

সৌদি আরামকো বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানির আরামকো’র শেয়ার বিক্রির প্রস্তুতি নিচ্ছে সৌদি সরকার।
ইকনোমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জানান, বিষয়টি খতিয়ে দেখা হয়েছে।
তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, আগামী কয়েক মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
আরামকো’র মজুদে থাকা তেলের পরিমাণ প্রায় ২৬ হাজার ৫০০ কোটি ব্যারেল। এটি বিশ্বের মোট মজুদের ১৫ শতাংশের বেশি।
তেল রাজস্ব বাড়ানোর অংশ হিসেবে এ কোম্পানির শেয়ার বিক্রির চিন্তা করছে সৌদি আরব। বিগত দেড় বছরে বিশ্ব বাজারে তেলের দর ৭০ শতাংশ হ্রাস পাওয়ায় দেশটি প্রায় ১০ হাজার কোটি ডলারের বাজেট ঘাটতিতে রয়েছে।

ইকনোমিস্টকে মোহাম্মদ বিন সালমান জানান, তিনি ব্যক্তিগতভাবে আরামকো’র শেয়ার পুঁজিবাজারে ছাড়ার পক্ষে।

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে এ পদক্ষেপের বিষয়ে আগ্রহী। আমি বিশ্বাস করি, এটি সৌদি আরব, আরামকো’র স্বার্থ রক্ষা করবে। এ কোম্পানি ঘিরে যদি কোনো দুর্নীতি থেকে থাকে, তবে সে ক্ষেত্রেও এ উদ্যোগটি আরও স্বচ্ছতা আনয়নে সহায়তা করবে।

তবে রাষ্ট্রায়ত্ত এ তেল কোম্পানির কত শতাংশ বিক্রি করা হবে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

বিশেষজ্ঞদের মতে, পুঁজিবাজারে পুরো কোম্পানির মূল্যমান দাঁড়াবে ১ লাখ কোটি ডলারের বেশি।

উল্লেখ্য, পুঁজিবাজারে সবচেয়ে দামি কোম্পানি অ্যাপলের মূল্যমান ৫৪ হাজার ৩০ কোটি ডলার।

ডেপুটি ক্রাউনি প্রিন্স জানান, এটি সরকারের ওপর বিদ্যমান চাপ (বাজেট ঘাটতি) কমাবে। পাশাপাশি এ থেকে ভালো মুনাফাও হবে।

আরামকো দৈনিক ১ কোটি ব্যারেলের বেশি তেল উৎপাদন করে। এ পরিমাণ পুঁজিবাজারে এ যাবৎ তালিকাভুক্ত সবচেয়ে বড় তেল কোম্পানি এক্সনমোবিল’র তুলনায় তিন গুণ বেশি।

ওপেনহাইমার অ্যান্ড কোম্পানির বিশ্লেষক ফ্যাডেল গেট জানান, যদি বলা হয় আরামকো’র ২০ শতাংশ শেয়ার বিক্রি করা হবে, তাতেই সৌদি আরবের সারা বছরের বাজেট চাহিদা পূরণ হবে।

/এফএইচ/

সম্পর্কিত
অর্থনৈতিক চাপে জাপানের অধিকাংশ মানুষ
বাংলাদেশসহ কয়েকটি দেশে পেঁয়াজ রফতানি করবে ভারত
মিউনিখ সম্মেলনে সবার দৃষ্টি শেখ হাসিনার দিকে: পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ