X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২
সৌদি বাজেট ঘাটতি

সর্ববৃহৎ তেল কোম্পানির শেয়ার বিক্রির প্রস্তুতি

বিজনেস ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৬, ১১:৫১আপডেট : ০৮ জানুয়ারি ২০১৬, ১১:৫৬
image

সৌদি আরামকো বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানির আরামকো’র শেয়ার বিক্রির প্রস্তুতি নিচ্ছে সৌদি সরকার।
ইকনোমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জানান, বিষয়টি খতিয়ে দেখা হয়েছে।
তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, আগামী কয়েক মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
আরামকো’র মজুদে থাকা তেলের পরিমাণ প্রায় ২৬ হাজার ৫০০ কোটি ব্যারেল। এটি বিশ্বের মোট মজুদের ১৫ শতাংশের বেশি।
তেল রাজস্ব বাড়ানোর অংশ হিসেবে এ কোম্পানির শেয়ার বিক্রির চিন্তা করছে সৌদি আরব। বিগত দেড় বছরে বিশ্ব বাজারে তেলের দর ৭০ শতাংশ হ্রাস পাওয়ায় দেশটি প্রায় ১০ হাজার কোটি ডলারের বাজেট ঘাটতিতে রয়েছে।

ইকনোমিস্টকে মোহাম্মদ বিন সালমান জানান, তিনি ব্যক্তিগতভাবে আরামকো’র শেয়ার পুঁজিবাজারে ছাড়ার পক্ষে।

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে এ পদক্ষেপের বিষয়ে আগ্রহী। আমি বিশ্বাস করি, এটি সৌদি আরব, আরামকো’র স্বার্থ রক্ষা করবে। এ কোম্পানি ঘিরে যদি কোনো দুর্নীতি থেকে থাকে, তবে সে ক্ষেত্রেও এ উদ্যোগটি আরও স্বচ্ছতা আনয়নে সহায়তা করবে।

তবে রাষ্ট্রায়ত্ত এ তেল কোম্পানির কত শতাংশ বিক্রি করা হবে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

বিশেষজ্ঞদের মতে, পুঁজিবাজারে পুরো কোম্পানির মূল্যমান দাঁড়াবে ১ লাখ কোটি ডলারের বেশি।

উল্লেখ্য, পুঁজিবাজারে সবচেয়ে দামি কোম্পানি অ্যাপলের মূল্যমান ৫৪ হাজার ৩০ কোটি ডলার।

ডেপুটি ক্রাউনি প্রিন্স জানান, এটি সরকারের ওপর বিদ্যমান চাপ (বাজেট ঘাটতি) কমাবে। পাশাপাশি এ থেকে ভালো মুনাফাও হবে।

আরামকো দৈনিক ১ কোটি ব্যারেলের বেশি তেল উৎপাদন করে। এ পরিমাণ পুঁজিবাজারে এ যাবৎ তালিকাভুক্ত সবচেয়ে বড় তেল কোম্পানি এক্সনমোবিল’র তুলনায় তিন গুণ বেশি।

ওপেনহাইমার অ্যান্ড কোম্পানির বিশ্লেষক ফ্যাডেল গেট জানান, যদি বলা হয় আরামকো’র ২০ শতাংশ শেয়ার বিক্রি করা হবে, তাতেই সৌদি আরবের সারা বছরের বাজেট চাহিদা পূরণ হবে।

/এফএইচ/

সম্পর্কিত
ইরান হরমুজ প্রণালি বন্ধ করলে কী ঘটবে?
ইরান-ইসরায়েল যুদ্ধ, কতটা প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে
লন্ডনে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনায় নজরে বিরল খনিজ রফতানি
সর্বশেষ খবর
জাপানে দুই সপ্তাহে ৯০০টির বেশি ভূমিকম্প
জাপানে দুই সপ্তাহে ৯০০টির বেশি ভূমিকম্প
আলোচিত ‘অপারেশন ঈগল হান্টের’ ঘটনায় সাবেক এসপি আসাদুজ্জামান রিমান্ডে
আলোচিত ‘অপারেশন ঈগল হান্টের’ ঘটনায় সাবেক এসপি আসাদুজ্জামান রিমান্ডে
ভারতে চালু হতে চলেছে মোবাইল ভোটিং 
ভারতে চালু হতে চলেছে মোবাইল ভোটিং 
পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নামে চাঁদা দাবি, থানায় জিডি
পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নামে চাঁদা দাবি, থানায় জিডি
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা