X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

এলপিজির দাম নির্ধারণে কেন আবার গণশুনানি?

সঞ্চিতা সীতু
২০ জুন ২০২১, ১৭:১১আপডেট : ২০ জুন ২০২১, ১৮:০০

লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণে গত ১৪ জানুয়ারি গণশুনানির পর ১২ এপ্রিল প্রথমবারের মতো দাম সমন্বয়ের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর ৩ মাস না পেরোতেই জুলাইয়ের শুরুতে ফের গণশুনানির দিন ধার্য করেছে বিইআরসি। স্বল্প সময়ের ব্যবধানে এই গণশুনানি নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, ছয় মাসের ব্যবধানে কী এমন হলো যে আবারও গণশুনানির প্রয়োজন পড়লো?

অনুসন্ধানে জানা গেছে, এপ্রিলে আদেশ দেওয়ার তিন দিন পর এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) পক্ষ থেকে মূল্য সমন্বয়ের বিষয়ে মতভেদ প্রকাশ করা হয়।

এরপর বিইআরসি লোয়াব এবং লাইসেন্সিদের সঙ্গে কয়েক দফা সভা করেছে। এই সভাগুলোতে তারা জানায়, এলপিজি দরের দ্বিতীয় অংশ অর্থাৎ পরিবহন, অবচয়, পরিচালন ব্যয়, ব্যাংক ঋণের সুদসহ ভিন্ন ভিন্ন যে খরচগুলো কমিশন নির্ধারণ করে দিয়েছে তা সঠিক নয়। তাদের দাবি, প্রতিমাসের সৌদি সিপির প্রোপেন ও বিউটেনের দামের সঙ্গে অন্যান্য খরচ ও কর (এআইটি) যোগ করে এলপিজির দাম যেন নির্ধারণ করা হয়।

প্রসঙ্গত, এলপিজি হচ্ছে পেট্রোলিয়াম উপজাত প্রোপেন ও বিউটেনের সংমিশ্রণ। এটি ১০-১৫ বার চাপ দিয়ে তরল গ্যাসে রূপান্তর করা হয়। সাধারণ তাপমাত্রায় এটি গ্যাসীয় পদার্থে পরিণত হয়।

কমিশনের সদস্য আবু মো. ফারুক জানান, সৌদি সিপি, ভ্যাট ও কর নিয়ে উদ্যোক্তাদের কোনও আপত্তি নেই। অন্যান্য খরচ নিয়ে তাদের আপত্তি। আমরা তাদের বলেছি, এই বিষয়গুলো গণশুনানির মাধ্যমে নির্ধারিত হয়েছে। তাই এটি পরিবর্তন করতে হলে গণশুনানি করতে হবে। গণশুনানিতেই তাদের প্রমাণ করতে হবে আসলে খরচ কত? এরপর সবদিক বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেবো।

প্রসঙ্গত, ১৮টি লাইসেন্সি কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৭ জুলাই গণশুনানির আয়োজন করেছে কমিশন।

এলপিজির উদ্যোক্তারা বলেছে, কমিশন মাত্র তিনটি প্রতিষ্ঠানের অডিট রিপোর্ট নিয়ে দাম নির্ধারণ করেছে। এরমধ্যে দুটি প্রতিষ্ঠানই ছোট। ওই সময় এই তিনটি প্রতিষ্ঠানই তাদের অডিট রিপোর্ট জমা দিয়েছিল কমিশনের কাছে। এছাড়া সিলিন্ডারের অবচয় ২০ বছর ধরা হয়েছিল। লাইসেন্সিরা এটি দশ বছর ধরার দাবি জানিয়েছে।

প্রসঙ্গত, গত ৩১ মে সর্বশেষ এলপিজির (লিকুইড পেট্রোলিয়াম গ্যাস) দামের ঘোষণা দেয় কমিশন। এতে আরও কমে যায় এলপিজির দাম। বেসরকারি পর্যায়ে এলপিজির দাম প্রতিকেজি ৭০ টাকা ১৭ পয়সা ধরে ১২ কেজি সিলিন্ডারের দাম মূসকসহ ৮৪২ টাকা নির্ধারণ করা হয়। যা ১ জুন থেকে কার্যকর হয়। মে মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ৯০৬ টাকা। এর আগে অর্থাৎ এপ্রিলে ছিল ৯৪২ টাকা।

তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম আগের মতোই ৫৯১ টাকা। যেহেতু এই দামের সঙ্গে সৌদি সিপির কোনও সম্পর্ক নেই। এছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ৪৩ টাকা থেকে কমিয়ে  ৪১ দশমিক ৮৪ টাকা নির্ধারণ করা হয়।

সাধারণত সৌদি সিপি (কনট্রাক্ট প্রাইস) অনুযায়ী দেশে এলপিজির দাম নির্ধারিত হয়। প্রতি মাসের শেষে যখন সৌদি সিপির দাম পরিবর্তন হবে, তখন কমিশন এলপিজির দাম পরিবর্তনের বিষয়ে নতুন করে আদেশ দিচ্ছে কমিশন।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক