X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

অগ্রণী, মিউচুয়াল ট্রাস্ট ও ওয়ান ব্যাংকের জরিমানা মওকুফের আবেদন নাকচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২১, ২১:৩২আপডেট : ২৩ আগস্ট ২০২১, ২১:৩২

সিআইবি রিপোর্ট গোপন করায় রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ওয়ান ব্যাংককে জরিমানা ক‌রে‌ছিল কেন্দ্রীয় ব্যাংক। এই তিনটি ব্যাংকের জরিমানা মওকু‌ফের আবেদন নাকচ করেছে বাংলাদেশ ব্যাংক।

‌সোমবার (২৩ আগস্ট) বাংলা‌দেশ ব্যাংকের ৪১৭তম বোর্ড সভায় এ আবেদন উঠা‌লে তা নাকচ ক‌রে দেয় নিয়ন্ত্রণ সংস্থার পর্ষদ। বিষয়টি  নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, তিনটি ব্যাংকের জরিমানা মওকু‌ফের আবেদনের বিষয় বো‌র্ডে আলোচনা হয়। সার্বিক বিবেচনায় বিষয়টি আম‌লে নেয়‌নি পর্ষদ। এর আগে জরিমানা মওকু‌ফের আবেদন ক‌রে ব্যাংকগু‌লো। 

জানা গে‌ছে, তাহেরা অ্যাপারেলস লিমিটেড, ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড এবং রুপা শিপিং লাইনস এর ঋণ খেলাপির তথ্য গোপন করায় অগ্রণী ব্যাংককে জরিমানা করা হয়েছিল। বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী জরিমানা মওকুফে আবেদন নাকচ ক‌রে দেওয়া হয়।

অন্যদিকে, সিআইবি রিপোর্টে ঋণ তথ্য গোপন করার অভিযোগে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ওপর আরোপিত জরিমানাও মওকুফ করা হয়নি। এমটিবির গ্রাহক মামুন এন্টারপ্রাইজের ঋণ তথ্য গোপনের জন্য এ জরিমানা করা হয়। ব্যাংকিং আইন লঙ্ঘ‌নের দা‌য়ে জরিমানা করা হয় ওয়ান ব্যাংক‌কে। এছাড়া বোর্ড সভায় পর্যটন খাতের কর্মচারীদের বেতন পরিশোধে আরও ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে পর্যটন খাতের হোটেল-মোটেল ও থিম পার্কের কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য ৮ শতাংশ সুদে এক হাজার কোটি টাকার স্কিম গঠন করা হয়। সব মিলেয়ে এ খাতে ঋণ দেওয়ার জন্য দেড় হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গঠন সম্পন্ন হলো। তবে মোট সুদের ৪ শতাংশ দেবে সরকার এবং বাকি ৪ শতাংশ গ্রাহকদের দিতে হবে।
২০২০-২০২১ অর্থবছরের তফসিলি ব্যাংকগুলো কৃষি ও পল্লী ঋণ বিতরণ ও বাস্তবায়ন নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট আর্থিক সংকট মোকাবিলায় কৃষি খাতের জন্য ২য় পর্যায়ে পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়েছে।

/জিএম/এমআর/
সম্পর্কিত
জোর করে ব্যাংকের একীভূতকরণ ঠিক হবে না: ড. ফরাসউদ্দিন
সম্পাদক পরিষদ ও নোয়াবের বিবৃতিবাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের স্বাধীন প্রবেশাধিকার নিশ্চিতের দাবি
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
সর্বশেষ খবর
লেবু খেলে মিলবে এই ৫ উপকারিতা
লেবু খেলে মিলবে এই ৫ উপকারিতা
বিএনপি নেতা ফালুর বিরুদ্ধে আরও একজনের সাক্ষ্য
বিএনপি নেতা ফালুর বিরুদ্ধে আরও একজনের সাক্ষ্য
খুলনায় ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার পয়েন্ট উদ্বোধন
খুলনায় ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার পয়েন্ট উদ্বোধন
কাপ্তাইয়ে পানি বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন
কাপ্তাইয়ে পানি বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি