X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

প্রবাসী আয়ে গতি ভালো

গোলাম মওলা
২৪ এপ্রিল ২০২২, ২৩:২১আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ২৩:২১

গত আট মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে মার্চে। রমজানে পরিবারের চাহিদা মেটাতে প্রবাসীরা বেশি অর্থ পাঠিয়েছেন। চলতি এপ্রিলেও রেমিট্যান্সের গতি বেড়েছে। তবে গত বছরের তুলনায় বেশি নয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের বছরের এপ্রিলে ২০৬ কোটি ৭৬ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। ওই মাসে দিনে গড় রেমিট্যান্সের পরিমাণ ছিল ৬ কোটি ৮৯ লাখ ডলার। এদিকে চলতি এপ্রিলে প্রতিদিন গড়ে আসছে ৬ কোটি ৬৬ লাখ ডলার করে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বল‌ছে, চলতি এপ্রিলের ২১ দিনে রেমিট্যান্স এসেছে ১৪০ কো‌টি ৭০ লাখ মার্কিন ডলার। 

চলমান ধারা অব্যাহত থাকলে এপ্রিল শেষে তা ২০০ কোটি ডলার ছা‌ড়ি‌য়ে যাবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ঈদের আগে রেমিট্যান্স প্রবাহ বাড়ে। এবারও প্রবাসীরা বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। গত মাস থেকেই এ প্রবাহ বাড়ছে। এ ধারা অব্যাহত থাকলে চলতি এপ্রিলে রেমিট্যান্স ২০০ কোটি ডলার ছাড়াবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত বছরের এপ্রিলে রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছিল প্রায় ৯০ শতাংশ। তবে এই বছরের এপ্রিলে ১০ শতাংশও হবে না।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মার্চে গড়ে প্রতিদিন এসেছে ৬ কোটি ডলার করে। প্রবাসীরা গত মাসে বাংলাদেশে পাঠিয়েছেন ১৮৫ কোটি ৯৯ লাখ ডলার। যা গত বছরের জুলাইয়ের পর সর্বোচ্চ। জুলাইয়ে এসেছিল ১৮৭ কোটি ডলার।

তথ্য বলছে, চলতি বছরের ফেব্রুয়ারির তুলনায় মার্চে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ফেব্রুয়ারিতে এসেছিল ১৪৯ কোটি ৬০ লাখ ডলার।  

সার্বিকভাবে চলতি ২০২১-২২ অর্থবছরের ৯ মাস (জুলাই-মার্চ) নেতিবাচক প্রবৃদ্ধিতে রয়েছে রেমিট্যান্স। এই ৯ মাসে ১ হাজার ৫৩০ কোটি (১৫.৩০ বিলিয়ন) ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

গত ২০২০-২১ অর্থবছরের একই সময়ে তারা পাঠিয়েছিলেন এক হাজার ৮৫৯ কোটি ৮২ লাখ ডলার। এই হিসাবে জুলাই-মার্চ সময়ে রেমিট্যান্স কমেছে ১৮ শতাংশ।

 

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২০ সালের মার্চে করোনার শুরুর পর রেমিট্যান্স প্রবাহেও নেতিবাচক প্রভাব পড়ে। ওই বছরের এপ্রিলে মাত্র ১০৯ কোটি ২৯ লাখ ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসীরা।

এরপর থেকে মহামারির মধ্যেও ২০২০-২১ অর্থবছরের পুরোটা সময়ে রেমিট্যান্স প্রবাহে রেকর্ড করতে দেখা যায়।

ওই অর্থবছরে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে ২ হাজার ৪৭৮ কোটি ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। যা ছিল আগের অর্থবছরের চেয়ে ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি।

চলতি ২০২১-২২ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ভাটা দেখা যায়। জুলাইতে প্রবাসীরা পাঠান ১৮৭ কোটি ১৫ লাখ ডলার। আগস্টে ১৮১ কোটি ডলার। সেপ্টেম্বরে ১৭২ কোটি ৬২ লাখ ও অক্টোবরে ১৬৪ কোটি ৭০ লাখ ডলার। নভেম্বরে কমে ১৫৫ কোটি ৩৭ লাখ ডলারে দাঁড়ায় রেমিট্যান্স।

প্রসঙ্গত, রেমিট্যান্স প্রবাহ বাড়াতে ২০১৯-২০ অর্থবছর থেকে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা দিয়ে আসছিল সরকার। গত জানুয়ারি থেকে তা বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশ করা হয়েছে।

 

এদিকে, রেমিট্যান্স কমলেও আমদানি বাড়ছে ব্যাপক হারে। ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসে এক হাজার ৫৩০ কোটি ডলারের আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ৪৬ দশমিক ৬৮ শতাংশ বেশি।

ফেব্রুয়ারি পর্যন্ত রফতানি আয় বেড়েছে ৩০ দশমিক ৪৬ শতাংশ।

এদিকে সরবরাহের তুলনায় চাহিদা কম থাকায় আন্তঃব্যাংকে ডলারের দর উঠেছে ৮৬ টাকা ২০ পয়সায়। বাড়তি চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকের কাছে ডলার বিক্রি করছে।

যে কারণে গত আগস্টে ৪৮ বিলিয়ন ডলারের ওপরে উঠে যাওয়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত ২০ এপ্রিল ৪৪ দশমিক ১৮ বিলিয়ন ডলারে নেমেছে। যে কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া এলসি খোলার ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

/এফএ/
সম্পর্কিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
২২ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪১ কোটি ডলার
রমজানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!