X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের পোশাক রফতানির শীর্ষে যুক্তরাষ্ট্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২২, ১৭:২৩আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৯:৪০

গত অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রফতানি করে বাংলাদেশের আয় হয়েছে ৯ বিলিয়ন ডলারের বেশি। শুধু তাই নয়, বাংলাদেশের পোশাক রফতানির শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রফতানি বেড়েছে ৫১ দশমিক ৫৭ শতাংশ। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ২০২১-২২ অর্থবছরের দেশভিত্তিক রফতানির পরিসংখ্যান প্রকাশ করেছে। ইপিবির পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাক রফতানিতে শীর্ষস্থানে রয়েছে।

অন্যদিকে, বিশ্বের বৃহত্তম পোশাক আমদানিকারক ইউরোপীয় ইউনিয়নে আমাদের রফতানি আগের অর্থবছরে ১৫.৯৯ বিলিয়ন ডলার থেকে গত অর্থবছরে ৩৩.৮৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২১ বিলিয়ন বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

প্রসঙ্গত, জার্মানি, ইইউ অঞ্চলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পোশাক রফতানি বাজার ২৭.৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জার্মানিতে ৭.১৬ বিলিয়ন ডলার মূল্যের পোশাক রফতানি করেছে। এছাড়া   স্পেন, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড এবং নেদারল্যান্ডে রফতানিতে শক্তিশালী ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। ইউকে এবং কানাডাতে বাংলাদেশের রফতানিও যথাক্রমে ৩০.৫৬ এবং ৩৩.২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে অ-প্রথাগত বাজারে রফতানি গত অর্থবছরে ২৫.৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে, চীন এবং রাশিয়ায় যথাক্রমে ১৮.০৪ শতাংশ ও ১.৬৭ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

এ প্রসঙ্গে বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, বাংলাদেশের প্রধান বাজারগুলোতে সামগ্রিক রফতানি এখনও একটি ইতিবাচক বৃদ্ধির প্রবণতা দেখালেও কোভিড-পরবর্তী বিশ্বে এবং ইউক্রেনের সংঘাতের কারণে ভূ-রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। অর্থাৎ বাণিজ্য গতিশীলতা আগামী দিনগুলোতে একটি তীক্ষ্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ফলে বৈশ্বিক অর্থনীতি এবং বাণিজ্যও সামনে একটি হতাশাজনক পরিস্থিতি তৈরি হতে পারে। যা আমাদের জন্য উদ্বেগের বিষয়।

ইপিবির তথ্য বলছে, গত অর্থবছরের ১২ মাসে বাংলাদেশ থেকে পাঁচ হাজার ২০৮ কোটি ২৬ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৯ দশমিক ৭৩ শতাংশ এগিয়ে এবং আগের অর্থবছরের চেয়ে ৩৪ দশমিক ৩৮ শতাংশ বেশি।

এর আগে ২০২০-২০২১ অর্থবছরে সর্বসাকুল্যে তিন হাজার ৮৭৫ কোটি ৮৩ লাখ ডলারের পণ্য রফতানির ওপর ভিত্তি করে পরের বছরের জন্য চার হাজার ৩৫০ কোটি ডলারের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল।

রফতানি আয়ে সবচেয়ে বেশি গার্মেন্টস সেক্টর ২০২২ অর্থবছরে ৪২.৬১ বিলিয়ন ডলার আয় করেছে। এ খাতে আয় বেড়েছে ৩৫.৪৭ শতাংশ, যা ২০২১ অর্থবছরেও ৩১.৪৫ বিলিয়ন ডলার ছিল।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত