X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ভারত থেকে আসা শুরু হলো বিকল্প জ্বালানি মিথানল

রঞ্জন বসু, দিল্লি 
০২ জুলাই ২০২৩, ২৩:০০আপডেট : ০২ জুলাই ২০২৩, ২৩:০৭

অকটেন ও ডিজেলের তুলনায় অনেক সাশ্রয়ী ও কম দূষণকারী বিকল্প জ্বালানি মিথানল। ভারত থেকে এই মিথানল আমদানি শুরু হলো বাংলাদেশে। ভারতের আসামে একটি পেট্রোকেমিক্যাল প্লান্টে উৎপাদিত মিথানলের প্রথম কনসাইনমেন্ট বা চালানটি শনিবার রওনা হয়ে রবিবার (২ জুলাই) সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।  

ডিব্রুগড় জেলার নামরূপে আসাম পেট্রোকেমিক্যাল প্লান্টের (এপিএল) ক্যাম্পাস থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়া এই মিথানলবাহী ট্রাকটির যাত্রা ফ্ল্যাগ-অফ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। রাজ্য ও কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রী, এমএলএ-এমপি এবং শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারাও ওই অনুষ্ঠানে হাজির ছিলেন।

মিথানল হলো আসলে একটি লো-কার্বন ও হাইড্রোজেনবাহী জ্বালানি, যা হাই অ্যাশ কোল, নানা ধরনের কৃষিবর্জ্য,  তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড এবং নানা ধরনের প্রাকৃতিক গ্যাস থেকে তৈরি করা যায়। এটিকে অনেকে ‘উড অ্যাশ’ নামেও ডাকেন। এর সবচেয়ে বড় সুবিধা হলো অকটেন বা ডিজেলের সঙ্গে মিশিয়ে (বা আলাদাভাবেও) এটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। এতে খরচ অনেক কম পড়ে এবং দূষণও কম হয়। এনার্জি সেক্টরের আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অনেকেই মিথানলকে ‘ভবিষ্যতের জ্বালানি’ হিসেবে চিহ্নিত করছেন।  

বাংলাদেশের পেট্রল পাম্পগুলোতে মিথানল-মিশ্রিত জ্বালানি বিক্রি শুরু হলে জ্বালানি তেলের দাম অনেকটা কমিয়ে আনা যাবে বলে ধারণা করা হচ্ছে। ভারতেও বেশ কয়েকটি জায়গায় ইতোমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 

আসামের নামরূপে এই কারখানাতেই তৈরি হচ্ছে বাংলাদেশে যাওয়া মিথানল

যেমন আসামের তিনসুকিয়া জেলায় গত বছরের মে মাস থেকেই ‘এম-১৫’ নামে এক বিশেষ ধরনের পেট্রল বিক্রির পাইলট প্রজেক্ট শুরু করা হয়েছে, যেটির দামও সাধারণ পেট্রলের তুলনায় অনেকটা কম। শতকরা ১৫ ভাগ মিথাইল মেশানো বলেই এই জ্বালানিটির এ ধরনের নামকরণ। গবেষণায় দেখা যাচ্ছে, মিথাইল-মিশ্রিত এই ধরনের পেট্রল সাধারণ পেট্রলের তুলনায় অন্তত ৩৩ শতাংশ কম গ্রিনহাউস গ্যাসের নির্গমন ঘটায়।

বস্তুত ট্রেন এবং জাহাজও মিথানলে চালানো সম্ভব – সেই লক্ষ্যেও নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

ভারতের নীতি আয়োগ (সরকারি যে থিঙ্কট্যাঙ্কটি উন্নয়নের পরিকল্পনা প্রস্তুত করে) এ দেশে একটি সম্ভাব্য ‘মিথাইল অর্থনীতি’র রূপরেখাও চিহ্নিত করে ফেলেছে। বাংলাদেশ, নেপাল, ভুটান বা শ্রীলঙ্কার মতো দেশগুলোতে ভারত যে মিথাইল রফতানি করতে পারবে, সে কথাও ঘোষণা করা হয়েছে নীতি আয়োগের ব্লু প্রিন্টে।

বস্তুত ভারতের সিনিয়র ক্যাবিনেট মন্ত্রী নীতিন গডকরি গত জানুয়ারি মাসেই জানিয়েছিলেন, ভারত থেকে ইথানল (এটিও মিথানলের মতো আর একটি বিকল্প জ্বালানি যা জৈব উৎস থেকে তৈরি হয়) আমদানি করার ব্যাপারে বাংলাদেশ উৎসাহ দেখিয়েছে।

বণিকসভা সিআইআই-এর একটি কনফারেন্সে নীতিন গডকরি সে দিন বলেন, ‘বিষয়টি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গেও আমার আলোচনার সুযোগ হয়েছে। কথা হয়েছে শ্রীলঙ্কা সরকারের সঙ্গেও। পেট্রলের সঙ্গে ইথানল মিশিয়ে যাতে তারা নিজ নিজ দেশে বিক্রি করতে পারেন, সে জন্য বাংলাদেশ ও শ্রীলঙ্কা উভয়েই ভারত থেকে ইথানল আমদানি করতে চায়।’

ইথানল মিশিয়েও জ্বালানি তেলের দাম ও দূষণ কমানো সম্ভব, ঠিক যে কথা মিথানলের ক্ষেত্রেও খাটে।

পৃথিবীর অনেক দেশেই জ্বালানি তেলের পাম্পে মিথানল ও ইথানল বিক্রি শুরু হয়েছে

আসামের নামরূপে যে প্লান্টটিতে উৎপাদিত মিথানল শনিবার বাংলাদেশের উদ্দেশে রওনা দিলো, গত ১৪ এপ্রিল আসাম পেট্রোকেমিক্যাল প্লান্ট বা এপিএলের সেই ইউনিটিটর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কারখানাটির উৎপাদন ক্ষমতা ৫০০ টিপিডি (টনস পার ডে), অর্থাৎ রোজ এটি ৫০০ টন পর্যন্ত মিথাইল উৎপাদনে সক্ষম।

বাংলাদেশের উদ্দেশে মিথাইলবাহী ট্রাকটির যাত্রার সূচনা করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও দাবি করেছেন, এই পদক্ষেপের ফলে আসাম একটি ‘পেট্রোকেম হাব’ হিসেবে আত্মপ্রকাশ করবে এবং বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্কও বৃদ্ধি পাবে।

/এফএস/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
নিজ্জার হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ