X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ব্যাংকে আমানত বাড়ছে 

গোলাম মওলা
২৫ ডিসেম্বর ২০২৩, ২২:০০আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ২২:০০

সরকারকে ঋণ দিতে গিয়ে ব্যাংক খাতে তারল্য চাহিদা বাড়ছে। এছাড়া সুদের হারের নয়-ছয় সীমাও তুলে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে আমানতের সুদহার বাড়ছে। বিশেষ করে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলো তুলনামূলক বেশি সুদে আমানত নিচ্ছে। কোনও কোনও ব্যাংক ১৩ দশমিক ৪০ শতাংশ পর্যন্ত সুদে আমানত নিচ্ছে। এর ফলে মানুষের হাতে থাকা নগদ টাকা ব্যাংকে ফিরতে শুরু করেছে।

বেসরকারি পদ্মা ব্যাংক এখন মেয়াদি আমানত নিচ্ছে ১০ শতাংশ পর্যন্ত সুদে। ন্যাশনাল ব্যাংক বিশেষ সঞ্চয় স্কিমে সাড়ে পাঁচ বছরে দ্বিগুণ তথা ১৩ দশমিক ৪০ শতাংশ সুদ দিচ্ছে। শরিয়াহভিত্তিক সোশ্যাল ইসলামী ব্যাংক তিন বছরমেয়াদি আমানতে রাখলে দিচ্ছে সাড়ে ৯ শতাংশ মুনাফা। সংকটে থাকা কোনও কোনও ব্যাংক ঘোষণার চেয়ে বেশি সুদ দিচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অক্টোবর শেষে ব্যাংক খাতের মোট আমানত ছিল ১৬ লাখ ৩৬ হাজার কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় যা ৯ দশমিক ৮০ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত মে মাসে ব্যাংকগুলোতে আমানত ছিল ১৫ লাখ ৬৪ হাজার ৭৯ কোটি টাকা, যা জুন মাসে বেড়ে হয় ১৫ লাখ ৯৫ হাজার ২৫৪ কোটি টাকা। জুলাই মাসে ব্যাংকে আমানত আরও বেড়ে দাঁড়ায় ১৬ লাখ ৭ হাজার ৮৯৫ কোটি টাকা, যা  আগস্টে বেড়ে হয় ১৬ লাখ ১৮ হাজার ৫০৮ কোটি টাকায়, পরের মাস সেপ্টেম্বরে আমানতের পরিমাণ ১৬ লাখ ২৩ হাজার ৭৪০ কোটি টাকায় ও অক্টোবরে ১৬ লাখ ৩৬ হাজার  কোটি টাকায় ওঠে।

ব্যাংকাররা জানান, সচেতন মানুষ আমানত রাখার ক্ষেত্রে সুদহার বেশির চেয়ে যথাসময়ে আমানত ফেরত পাওয়ার নিশ্চয়তার বিষয়টি বেশি বিবেচনায় নেয়। এজন্য সংকটে থাকা ব্যাংকগুলো উচ্চ সুদ অফার করলেও অনেক সময় কাঙ্ক্ষিত আমানত পায় না।

এ প্রসঙ্গে বেসরকারি ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন বলেন, এখন আমানতের সুদ হার বেড়ে যাওয়ায় অনেকেই ব্যাংকে নতুন করে টাকা রাখছেন। সংকটে পড়া ব্যাংক অনেক সময় ঋণের সর্বোচ্চ সীমার বেশি সুদে আমানত নেয়। অবশ্য সুদ বেশি সত্বেও এই ব্যাংকগুলোতে অনেকেই আমানত রাখতে চান না। কারণ সংকটে পড়া ব্যাংক আরও সংকট পড়লে আমানত ঝুঁকির মুখে পড়তে পারে এই ভয়ে। আর সর্বোচ্চ সুদে আমানত নিয়ে হয়তো ব্যাংকটি স্বল্প মেয়াদে টিকে থাকতে পারে। তবে পরিস্থিতির উন্নতি করতে না পারলে দীর্ঘ মেয়াদে ক্ষতির মুখে পড়ে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আমানতের সুদহার বাড়ানোর ফলে গত জুলাই মাসে ব্যাংকের বাইরে থাকা নগদ টাকার পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৩৫৪ কোটি টাকায় নেমে আসে।  আগস্টে আরও কমে হয় ২ লাখ ৫৮ হাজার ৩৫৬ কোটি টাকায় নামে। সেপ্টেম্বরে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ নেমে আসে ২ লাখ ৫৩ হাজার ৫০৫ কোটিতে, যা অক্টোবরে আরও কমে ২ লাখ ৪৫ হাজার ৯৪৩ কোটি টাকায় নামে। যদিও চলতি বছরের মে মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা ছিল ২ লাখ ৫৫ হাজার ৮২৯ কোটি। পরের মাস জুনে এটি বেড়ে দাঁড়ায় ২ লাখ ৯১ হাজার ৯১৩ কোটি টাকা। অর্থাৎ এক মাসে ব্যাংকের বাইরে চলে যায় ৩৬ হাজার ৮৪ কোটি টাকা।

বেসরকারি পূবালী ব্যাংকে আমানত বেড়েছে ১৬ শতাংশ। গত চার মাসে এই ব্যাংকটিতে আমানত বেড়েছে প্রায় ৪ হাজার কোটি টাকার মতো।

এ প্রসঙ্গে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, সুদহারের সীমা তুলে দেওয়ার পর থেকে আমানত বাড়ছে। ব্যাংকে টাকা রেখে মানুষ এখন ভালো সুদ পাচ্ছেন। ফলে ব্যাংকের বাইরে রাখা টাকা ব্যাংকে ফিরছে। ব্যাংকগুলোতেও ঋণ দেওয়ার মতো তারল্য বাড়ছে।

এদিকে আমানতের সুদ হার বৃদ্ধির পাশাপাশি কলমানির সুদের হারও বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত ১১ বছরের মধ্যে এখন কলমানি রেট সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। বৃহস্পতিবার কল মানিতে এক দিনের জন্য টাকা কর্জ বা ধার দেওয়ার ক্ষেত্রে গড় সুদের হার ৯ দশমিক ১৪ শতাংশে উঠেছে। রবিবার (২৪ ডিসেম্বর) ছিল ৯ দশমিক ১৬ শতাংশ। ২০১২ সালের পর এটিই কল মানির সর্বোচ্চ সুদহার। ওই বছর ১২ দশমিক ৮২ শতাংশে উঠেছিল সুদহার।

হঠাৎ কল মানির সুদহার বেড়ে যাওয়া সম্পর্কে ব্যাংকাররা বলছেন, বেশ কিছু ব্যাংক বর্তমানে তারল্য-সংকটে ভুগছে। এ কারণে সংকটে থাকা ব্যাংকগুলোকে দৈনন্দিন চাহিদা মেটাতে অন্য ব্যাংক থেকে কল মানি ধার নিতে হয়েছে। তাতে নগদ টাকার চাহিদা বেড়ে যাওয়ায় সুদহার বেড়েছে। এছাড়া এখন বছরের শেষ। তাই ব্যাংকগুলোকে তাদের স্থিতিপত্রের হিসাব-নিকাশ চূড়ান্ত করতে হবে। তাতে সব ব্যাংকেরই টাকার চাহিদা তৈরি হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
জোর করে ব্যাংকের একীভূতকরণ ঠিক হবে না: ড. ফরাসউদ্দিন
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
আমানত এখন ব্যাংকমুখী
সর্বশেষ খবর
কষ্টিপাথর কিনে প্রতারিত হয়ে অপহরণ, গ্রেফতার ৭
কষ্টিপাথর কিনে প্রতারিত হয়ে অপহরণ, গ্রেফতার ৭
ফরিদপুরে দুই সহোদর হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
ফরিদপুরে দুই সহোদর হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
৩২ কুর্দি সদস্যকে হত্যার দাবি তুরস্কের
৩২ কুর্দি সদস্যকে হত্যার দাবি তুরস্কের
পিকআপ চাপায় র‌্যাব সদস্যের মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার
পিকআপ চাপায় র‌্যাব সদস্যের মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ