X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

কমছে সবজির দাম, ক্রেতাদের স্বস্তি

আবির হাকিম
০৫ জানুয়ারি ২০২৪, ১৪:১৩আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১৪:১৫

গত এক মাস ধরে বাজারে শীতের সবজি এলেও বাজারে এর খুব বেশি প্রভাব পড়েনি। আগের মতোই বাড়তি দামে সবজিসহ বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনছিলেন ক্রেতারা। তবে এ সপ্তাহে কমতে শুরু করেছে শীতের সবজির দাম। গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দামই কমেছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। 

শুক্রবার (৫ জানুয়ারি) রাজধানীর কাওরান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

নানা রকম সবজি উঠেছে বাজারে

বাজারে দেখা গেছে নতুন আলু, পটল, ধুন্দল ও বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। যা গত সপ্তাহেও ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। পাকা টমেটো ৭০ টাকা, কাঁচা টমেটো ও পেপে ৪০ টাকা, কাঁচা কলা হালি ৩০ টাকা, বরবটি ৮০ টাকা ও মটরশুঁটি বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। এছাড়া ফুলকপি ও বাঁধাকপি জোড়া ৫০ টাকা, ব্রকলি প্রতিটি ৫০ টাকা, সিম প্রতি কেজি ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

বাজারে উঠেছে নতুন আলু

এদিকে গত কয়েকদিন ধরে বাড়তি দামে বিক্রি হওয়া পেঁয়াজের দামও কমতির দিকে। বাজারে দেশি পেঁয়াজ ৮০ টাকা, আমদানি করা পেঁয়াজ ১১০ টাকা, রসুন বড় ২২০ টাকা, রসুন ছোট ২৫০ টাকা, আদা ১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, সাধারণত শীতকালে বাজারে সবজির সরবরাহ বেশি থাকায় দাম কমে। কিন্তু এবার শীত আসার পরও দাম কমছিল না। এ সপ্তাহে এসে শীতের সবজিগুলো একটু কম দামে বিক্রি হচ্ছে।

তরকারির পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতা

কাওরান বাজারে বাজার করতে আসা ক্রেতা শাজাহান জানান, এক সপ্তাহ আগেও বাজারে ৮০ টাকার নিচে কোনও সবজি পাওয়া যায়নি। এখন দাম কমায় বাজার করে কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে। তবে এখনও কয়েকটি সবজির দাম কমেনি বলেও জানান তিনি।

এদিকে সবজির দাম আরও কমতে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা। কাওরান বাজারে সবজি বিক্রেতা মাহমুদুল হাসান বলেন, শীতের সবজির সরবরাহ বাড়ায় আমরা কম দামে বিক্রি করতে পারছি। নির্বাচন শেষ হলে বাজারে শীতের সবজি আরও কম দামে পাওয়া যাবে।

/আরআইজে/
সম্পর্কিত
ভরা মৌসুমে অস্থির কেন পেঁয়াজের বাজার?
ভারত থেকে ট্রেনে এলো ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ
ভারতীয় পেঁয়াজের প্রথম চালান আসবে রাতে
সর্বশেষ খবর
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ