সার সংক্ষেপ:
২০২৪-২৫ এর বাজেট হচ্ছে বাংলাদেশের ৫৩তম জাতীয় বাজেট।
আজ বৃহস্পতিবার (৬ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদে পেশ হবে ৮ লাখ কোটি টাকার বাজেট।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী নিজের প্রথম বাজেট পেশ করতে যাচ্ছেন।
বাংলাদেশের ইতিহাসে দেশ পরিচালনায় আওয়ামী লীগ সরকারের ৬ মেয়াদের ২৬তম বাজেট।
দেখুন বাজেট ২০২৪-২৫ নিয়ে বাংলা ট্রিবিউনে প্রকাশিত সর্বশেষ খবরপ্রবাহ....
---------------------------------
নতুন অর্থবছরে উদ্বোধন হবে ১০০ মডেল মসজিদ
দাম বাড়বে ইটের
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বেড়েছে
একাধিক গাড়ি থাকলে দিতে হবে ‘পরিবেশ সারচার্জ’
গ্রামে নির্মিত হবে ১৬ হাজার ১৬০ কিলোমিটার নতুন সড়ক
ঘরে বসেই পেনশন, মাসের প্রথম দিন বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা
নারী ও শিশু খাতে বরাদ্দ বাড়ছে
নতুন অর্থ বছরের (২০২৪-২৫) প্রস্তাবিত বাজেটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য ৫ হাজার ২২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ২০২৩-২৪ অর্থবছরে যা ছিল ৪ হাজার ৭৫৫ কোটি টাকা। বিস্তারিত।
----------------------------
আগামী ১ জুলাই থেকে মেট্রোরেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট বসছে। সংসদ চলাকালে ৩০ জুনের মধ্যে যদি মেট্রোরেলের টিকিটে ভ্যাট মওকুফের বিষয়ে কোনও সিদ্ধান্ত না আসে, তাহলে বাড়বে মেট্রোরেলের ভাড়া।
ডায়ালাইসিস উপকরণের দাম কমছে, ডেঙ্গু পরীক্ষার কিটে কর অব্যাহতি
জলবায়ু খাতে থাকছে ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ
অপ্রদর্শিত জমি-ফ্ল্যাট বৈধ করার সুযোগ
---------------------------------
নতুন অর্থবছরে নির্বাচন কমিশনের (ইসি) জন্য ১ হাজার ২৩০ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।
শিশুপার্কের রাইডে ভ্যাট দ্বিগুণ
সুপ্রিম কোর্টের জন্য বাজেটে ২৪৮ কোটি টাকা বরাদ্দ
সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বাড়লো প্রায় ১০ হাজার কোটি টাকা
-----------------------------------
ক্যাশলেস হওয়ার শর্তে ৩ বছরের জন্য আইসিটির ১৯ ব্যবসা করমুক্ত
এই ১৯টি ব্যবসা হচ্ছে এআই বেজড সলিউশন ডেভেলপমেন্ট; ব্লকচেইন বেজড সলিউশন ডেভেলপমেন্ট; রোবোটিকস প্রসেস আউটসোর্সিং; সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস; সাইবার সিকিউরিটি সার্ভিস; ডিজিটাল ডেটা অ্যানালিটিকস ও ডেটা সায়েন্স; মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস; সফটওয়্যার ডেভেলপমেন্ট ও কাস্টমাইজেশন; সফটওয়্যার টেস্ট ল্যাব সার্ভিস; ওয়েব লিস্টিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও সার্ভিস; আইটি সহায়তা ও সফটওয়্যার মেইনটেন্যান্স সার্ভিস; জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস; ডিজিটাল অ্যানিমেশন ডেভেলপমেন্ট; ডিজিটাল গ্রাফিকস ডিজাইন; ডিজিটাল ডেটা এন্ট্রি ও প্রসেসিং; ই-লার্নিং প্ল্যাটফর্ম ও ই-পাবলিকেশন; আইটি ফ্রিল্যান্সিং; কল সেন্টার সার্ভিস; ডকুমেন্টে কনভারশন, ইমেজিং ও ডিজিটাল আর্কাইভিং।
--------------------------------------
১৫ শতাংশ কর দিয়ে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ
বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ কমেছে, ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ
এমপিদের গাড়ি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা বাতিলের প্রস্তাব
----------------------------------------------
বরাদ্দ কমেছে স্থানীয় সরকার ও পল্লি উন্নয়নে
স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন বাবদ ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৪৬ হাজার ৫৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৪৮ হাজার ১৩৭ কোটি টাকা।
ধূমপায়ীদের খরচ বাড়বে
সব ধরনের সিগারেট-বিড়ির দাম বাড়বে। সিগারেটের সম্পূরক শুল্ক ১ শতাংশ এবং পেপারের ভ্যাট ৮ শতাংশ বাড়লে প্রতিটি শলাকার দাম বাড়বে। এতে খরচ বাড়বে ধূমপায়ীদের।
-------------------------------------
বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ কত
২০২৪-২৫ অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষায় ৪৪ হাজার ১০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা চলমান ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৪২ হাজার ৮৩৯ কোটি টাকা। এবার বেশি প্রস্তাব করা হয়েছে ১ হাজার ২৬৯ কোটি টাকা।
অপরদিকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ১১ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে— যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল ১০ হাজার ৬০২ কোটি টাকা। সেই হিসাবে এবার ১ হাজার ১৮১ কোটি টাকা বেশি প্রস্তাব করা হয়েছে। পড়ুন বিস্তারিত।
------------------------
দেশের সুবিধাবঞ্চিত এলাকায় ৬৫০টি প্রাথমিক বিদ্যালয়ে ৩টি করে শ্রেণিকক্ষে ডিজিটাল ক্লাসরুম স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ।
তিন জেলায় আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা
পর্যটন খাতকে সমৃদ্ধ করতে রংপুর, চাঁদপুর ও কক্সবাজারে আন্তর্জাতিক মানের পর্যটন সুবিধা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী এ কথা জানান।
জেন্ডার বাজেট সুস্পষ্ট ও গুরুত্ব পেয়েছে
উন্নয়ন এবং পরিচালন উভয় বাজেটে জেন্ডার সংশ্লিষ্ট বরাদ্দ বাড়ানোর প্রবণতা দেখা গেছে। নতুন অর্থবছরের পরিচালন বাজেটে এক লাক্ষ ৬৫ হাজার ৪৮ কোটি টাকা এবং উন্নয়ন বাজেটে ১ লাখ ৬ হাজার ৭৭১ কোটি টাকাসহ সর্বমোট জেন্ডার সংশ্লিষ্ট বাজেটে বরাদ্দ ২ লাখ ৭১ হাজার ৮১৯ কোটি টাকা দাঁড়িয়েছে— যা মোট বাজেটের ৩৪.১১ শতাংশ। আরও বিস্তারিত।
------------------------------
অফশোর ব্যাংক অ্যাকাউন্টে আমানতকারী এবং বৈদেশিক ঋণগ্রহীতাদের অ্যাকাউন্টের ওপর আবগারি শুল্ক অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে।
-------------------------------
আরও ১২ এক্সপ্রেসওয়ে ও ১০ এলিভেটেড নির্মাণের পরিকল্পনা
আয়কর রিটার্ন সনদ ঝুলিয়ে না রাখলে ৫০ হাজার টাকা জরিমানা
----------------
যেসব পণ্যের দাম কমতে পারে
প্যাকেটজাত গুঁড়া দুধ, নির্মাণসামগ্রী, কিডনি ডায়ালাইসিসের ফিল্টার, নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিদেশি চকলেট, ল্যাপটপ, সুইচ-সকেট, ইলেকট্রিক মোটর, মোটরসাইকেল, কার্পেট, ডেঙ্গু কিট, ক্যান্সার চিকিৎসা খরচ, কৃষিযন্ত্র, উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ খরচ।
ব্যাংকে ধনীদের জমানো টাকায় খরচ বাড়বে
ব্যাংকে রাখা টাকার ওপর আবগারি শুল্কের স্তর ও হারে পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বাড়তে পারে যেসব পণ্যের দাম
সিগারেট, কম্পিউটার, কাজুবাদাম, ফ্রিজ, এসি, পানির ফিল্টার, এলইডি বাল্ব, গাড়ি, জেনারেটর, মোবাইল ফোন, মোবাইল ফোন সিমকার্ড, কোমল পানীয় ও এনার্জি ড্রিংকস, ফলের জুস, হাসপাতালের সরঞ্জাম, রূপচর্চা সামগ্রী, গাড়ি কনভার্সন খরচ, মোবাইলে কথা, নিরাপত্তাসেবা, হাটবাজারের ইজারা, বিনোদন খরচ, ধনীদের আবগারি শুল্ক
প্রস্তাবিত বাজেটে ১১ খাতে অগ্রাধিকার
এর মধ্যে আছে; ১. অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা; ২. বিজ্ঞান শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবন সহায়ক শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ; ৩. কৃষি খাতে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ; ৪. মৌলিক স্বাস্থ্য সেবা উন্নত ও সম্প্রসারিতকরণ; ৫. তরুণদের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিতকরণ, ৬. সম্ভাব্য সব সেবা ডিজিটালাইজ করাসহ সর্বস্তরে প্রযুক্তির ব্যবহার; ৭. ভৌত অবকাঠামোর উন্নয়ন, সামুদ্রিক সম্পদের সর্বোত্তম ব্যবহার, আর্থিক খাতের শৃঙ্খলা নিশ্চিতকরণ; ৮. ২০৩১ সালের মধ্যে অতি দারিদ্র্য নির্মূলকরণ এবং ২০৪১ সাল নাগাদ সাধারণ দারিদ্র্যের হার তিন শতাংশে নামিয়ে আনা; ৯. শিল্প স্থাপন ও বিনিয়োগে সহায়ক পরিবেশ নিশ্চিতকরণ; ১০. জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ, ১১. জনকল্যাণমুখী, জবাবদিহিতামূলক, দক্ষ ও স্মার্ট প্রশাসন গড়ে তোলা এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখা।
সুদের পেছনে ব্যয় ১ লাখ কোটি টাকা ছাড়াচ্ছে
আগামী অর্থবছরে দেশি-বিদেশি বিভিন্ন ঋণের সুদ মিলিয়ে ১ লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিস্তারিত।
জিডিপি ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ
আসন্ন ২০২৪-২৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৭৫ এবং শতাংশ মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ।
শুধু শুধু বাজেট বড় করে লাভ নেই: অর্থমন্ত্রী
বাজেট অধিবেশনে অংশ নিতে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের সরকারি বাসভবন থেকে সংসদে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী।সাধারণ মানুষের জন্য বাজেটে কী থাকছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন; আমি চেষ্টা করছি, দেখা যাক। যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি। টোটাল বাজেট তো কমিয়ে দিয়েছি, কারণ শুধু শুধু বেশি করে লাভ নাই।
প্রস্তাবিত বাজেটে মন্ত্রিসভার অনুমোদন
আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এই; অনুমোদন দেওয়া হয়। বিকাল ৩টায় শুরু হতে যাওয়া অধিবেশনে এই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
এক নজরে দেশের ৫২ জাতীয় বাজেট
এযাবৎকালে পেশ হওয়া ৫২টি বাজেটের আকার ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (কোটি হিসেবে) । দেখুন বিস্তারিত।
উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার বাজেট পেশ আজ
এই বাজেটের আকার হতে যাচ্ছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। অর্থাৎ নতুন অর্থবছরে সরকার ব্যয় বাড়াতে চায় আগের বছরের (২০২৩-২৪) চেয়ে প্রায় ৩৬ হাজার কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। আরও বিস্তারিত।