প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) মো. সাইফুল আলমের স্থগিত করা ব্যাংক হিসাব সচল হয়েছে। দুইদিন আগে স্থগিত করা ব্যাংক হিসাব খুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) অ্যাকাউন্ট স্থগিত করার আদেশ প্রত্যাহার করে ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়েছে বিএফআইইউ।
বিএফআইইউর সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সাইফুল আলমের হিসাবে অস্বাভাবিক লেনদেন হয়। বিষয়টি বিএফআইইউর নজরে আসায় তার হিসাব স্থগিত করা হয়। তবে লেনদেনের ব্যাখ্যা সন্তোষজনক হওয়ায় স্থগিত করা সব ব্যাংক হিসাব খুলে দেওয়া হয়েছে।
একই সঙ্গে তার স্ত্রী-সন্তানের নামে থাকা হিসাব ও তাদের মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খুলে দেওয়া হয়েছে।
এরআগে গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সাইফুল আলম ও তার পরিবারের ব্যাংক হিসাব স্থগিত করা হয়।
আরও পড়ুন: