X
সোমবার, ০৫ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের উন্নয়নে সহায়তা জোরদারে মিলানে উচ্চপর্যায়ের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৫, ১৫:১১আপডেট : ০৫ মে ২০২৫, ১৬:০৯

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৫৮তম বার্ষিক সভাকে কেন্দ্র করে ইতালির মিলানে বাংলাদেশের প্রতিনিধিদল একাধিক আন্তর্জাতিক আর্থিক অংশীদারের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক করেছে। এসব বৈঠকের মাধ্যমে উন্নয়ন সহযোগিতা জোরদার এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে আলোচনা হয়।

সোমবার (৪ মে) অনুষ্ঠিত এক বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি)-এর সভাপতি মিজ. নাদিয়া কালভিনোর সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে ইআইবি’র চলমান সহযোগিতা সম্প্রসারণ এবং নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পসহ নতুন বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান ঋণদাতা প্রতিষ্ঠান ইআইবি ২০০০ সাল থেকে বাংলাদেশের সঙ্গে একটি কাঠামো চুক্তির আওতায় কাজ করে আসছে। এখন পর্যন্ত স্বাস্থ্য, পানি সরবরাহ, পরিবহন ও যোগাযোগসহ ছয়টি চলমান প্রকল্পে ইআইবি প্রায় ৬৩৫ মিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে।

এক উল্লেখযোগ্য অগ্রগতিতে, ইআইবি বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে ৩৫০ মিলিয়ন ইউরো ফ্রেমওয়ার্ক ঋণ অনুমোদন করেছে। এ প্রকল্পে ইইউ অতিরিক্ত ৪৫ মিলিয়ন ইউরো অনুদান দেবে। এসব প্রকল্প বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস এবং অভিযোজন ক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ মানবসম্পদ উন্নয়ন ও অবকাঠামো খাতে বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এলডিসি থেকে উত্তরণ এবং মধ্যম আয়ের ফাঁদ অতিক্রম করতে কৌশলগত খাতে আরও অনুদানভিত্তিক সহায়তা বা সুদ-সুবিধাযুক্ত ঋণের আহ্বান জানান তিনি।

এছাড়া অর্থ উপদেষ্টা জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি)-এর প্রতিনিধিদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করা জেবিআইসি’র সহায়তায় ডিএপি-২ সার কারখানা, ঘোড়াশাল সার কারখানার আধুনিকায়ন এবং মেঘনাঘাট বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

বাংলাদেশ প্রতিনিধিদল আরও বৈঠক করে এডিবি'র ভাইস প্রেসিডেন্ট (দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়া) ইয়িংমিং ইয়াং, ওপেক ফান্ডের ভাইস প্রেসিডেন্ট এবং এগ্রিকালচার ইনোভেশন মেকানিজম ফর স্কেল (AIM for Scale)-এর ভাইস প্রেসিডেন্ট ও নোবেলজয়ী প্রফেসর মাইকেল ক্রেমারের সঙ্গে। এসব সভায় বাংলাদেশ সরকারের উন্নয়ন অগ্রাধিকার, বিনিয়োগ চাহিদা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম জানান, এসব উচ্চপর্যায়ের বৈঠক আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশের কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় এবং দেশের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করবে।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন সম্ভব না: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে সংস্কারের জন্য যথেষ্ট সময় দিতে হবে: ইইউ রাষ্ট্রদূত
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ
সর্বশেষ খবর
১০ মাসের মধ্যে এপ্রিলে রফতানি আয় সর্বনিম্ন, ধাক্কা গার্মেন্ট খাতেও
১০ মাসের মধ্যে এপ্রিলে রফতানি আয় সর্বনিম্ন, ধাক্কা গার্মেন্ট খাতেও
নিষেধাজ্ঞার পর এখন মুক্ত রাবাদা
নিষেধাজ্ঞার পর এখন মুক্ত রাবাদা
আ.লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
রাশিয়ার গ্যাস বর্জনের পরিকল্পনা ইউরোপের, বাধ সেধেছে আইনি জটিলতা
রাশিয়ার গ্যাস বর্জনের পরিকল্পনা ইউরোপের, বাধ সেধেছে আইনি জটিলতা
সর্বাধিক পঠিত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
বিদেশে পড়াশোনা ও চিকিৎসা খরচ পাঠানো সহজ হলো
বিদেশে পড়াশোনা ও চিকিৎসা খরচ পাঠানো সহজ হলো