স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৪৫ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ তেল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এতে ব্যয় হবে ৭১ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা। প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছে ১৫৯ টাকা ৫০ পয়সা। নিম্নআয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির উদ্দেশ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য কেনা হচ্ছে এই তেল।
বৈঠক সূত্রে জানা যায়, মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেডের কাছ থেকে এ তেল কিনতে ব্যয় হবে ৭১ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা। প্রতি লিটার তেলের দাম পড়বে ১৫৯ টাকা ৫০ পয়সা।