X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

এফবিসিসিআই নির্বাচন: সময় বাড়লো ৪৫ দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ জুলাই ২০২৫, ১৩:৫৩আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৪:৫০

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন’—এফবিসিসিআই-এর আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের সময়সীমা ৪৫ দিন বৃদ্ধি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই সময় বাড়ানো হয়। ফলে পূর্বঘোষিত ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ভোটগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। নতুন তফসিল শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন বোর্ড।

সোমবার (১ জুলাই) এফবিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রাজ্জাক সই করা একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের ১ জুলাই নেওয়া সিদ্ধান্তের আলোকে এফবিসিসিআই-এর ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজনের সময়সীমা ৪৫ দিন বাড়ানো হয়েছে।’

এর ফলে পূর্বঘোষিত নির্বাচনি কার্যক্রমের ওপর সাময়িক স্থবিরতা তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্টদের আশ্বস্ত করে নির্বাচন বোর্ড জানিয়েছে, নতুন সময়সীমা অনুসারে যথাসময়ে নির্বাচন আয়োজন নিশ্চিত করা হবে।

নির্বাচন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্তটি সংশ্লিষ্ট সব পক্ষকে জানানো হয়েছে এবং পুনঃতফসিল ঘোষণার প্রক্রিয়া দ্রুতই সম্পন্ন হবে।

নির্বাচন ঘিরে প্রার্থী ও ভোটারদের প্রস্তুতি 
এফবিসিসিআই নির্বাচনে এবার প্রথমবারের মতো সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার কথা ছিল। ব্যবসায়ীদের বিভিন্ন গ্রুপ ইতোমধ্যে প্রার্থী চূড়ান্তকরণ, প্রচারণা কৌশল ও ভোটার ম্যানেজমেন্টে ব্যস্ত সময় পার করছিলেন। তবে হঠাৎ করে সময়সীমা বৃদ্ধির কারণে তাদের প্রস্তুতিতে খানিকটা ছন্দপতন ঘটেছে বলে অনেকে মনে করছেন।

কেন বাড়লো সময়?
নির্বাচনের সময় বাড়ানোর পেছনে বেশ কিছু প্রশাসনিক ও কারিগরি কারণ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর মধ্যে রয়েছে ভোটার তালিকা হালনাগাদ, সদস্য সংগঠনগুলোর তথ্য যাচাই-বাছাই, নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিতকরণ ও প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাইয়ের কাজ যথাযথভাবে সম্পন্ন করার প্রয়োজনীয়তা।

অতীতেও নির্বাচন পেছানোর নজির
এফবিসিসিআই নির্বাচন সময়মতো না হওয়ায় এটি প্রথম ঘটনা নয়। এর আগেও একাধিকবার প্রশাসনিক বা আইনি জটিলতার কারণে নির্ধারিত সময়ের বাইরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে এবার ট্রেড অর্গানাইজেশন আইন ও নতুন গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন হতে যাচ্ছে—যা বহুল কাঙ্ক্ষিত বলে মনে করছেন সংগঠনটির সদস্যরা।

সামনে কী?
নির্বাচনের সময়সীমা বাড়ানো হলেও নির্বাচন নিয়ে ব্যবসায়ী মহলে আগ্রহের কমতি নেই। বিভিন্ন গ্রুপ ইতোমধ্যে প্রচার-প্রচারণার প্রস্তুতি অব্যাহত রেখেছে। নির্বাচন বোর্ডের পক্ষ থেকে পুনঃতফসিল ঘোষণার পরপরই জমজমাট প্রচারণা শুরু হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
ইসির ‘ব্যালট’ প্রকল্পে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান
সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ডাকসু নির্বাচন কমিশনের বৈঠক
প্রহসনের নির্বাচনের অভিযোগদায় স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল